কলকাতা, 8 ফেব্রুয়ারি: জানুয়ারির পর ফেব্রুয়ারিও উষ্ণ (West Bengal Weather Update) ৷ মাঘের শীত বাঘের গায়ে কথাটি এখন নিতান্তই প্রবাদ। বরং মাঘের দুপুরে যেন চৈত্রের উত্তাপ । পরিস্থিতি দেখে বোঝার উপায় নেই ক্যালেন্ডারে এখনও মাঘ মাস । আবহবিদরা বলছেন, তাপমাত্রার বাড়া-কমা চলবে আরও কয়েকদিন । 7 জেলায় কুয়াশার দাপটও থাকবে (West bengal weather update for today)। কিন্তু শীতের শেষবেলার শিরশিরানি আর বোধহয় পাওয়া যাবে না ।
আগামী 5 দিন দক্ষিণবঙ্গে পরিষ্কার আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । হাওয়া অফিসর অনুমান মতো দক্ষিণবঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে । সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.9 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় প্রায় 3 ডিগ্রি বেড়ে হয়েছে 19.3 ডিগ্রি সেলসিয়াস । সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়িয়েছে 30.6 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি ।
হাওয়া অফিস আগেই জানিয়েছিল যে কয়েকদিনের মধ্যেই পুরোপুরি বিদায় নিতে শুরু করবে শীত । সপ্তাহের প্রথম দিন সোমবার থেকেই চড়তে শুরু করে তাপমাত্রার পারদ । বিশেষ করে উপকূল ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা এখন বেশ চড়া । পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ তুলনায় কিছুটা কম ।
আলিপুর আবহাত্তয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী 5 দিনে রাতের তাপমাত্রায় কোনও বড় পরিবর্তন হবে না । কয়েকদিন আগেও যে শিরশিরানি অনুভূত হচ্ছিল তা কার্যত উধাও । দুপুরের দিকে বরং হালকা ঘাম হচ্ছে । পাখাও চালাতে হচ্ছে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার এক বা দুই জায়গায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে । দিনের বাকি সময় গায়ে ছ্যাঁকা লাগা রোদের উত্তাপ ৷ আজ তাপমাত্রা সামান্য নামতে পারে । আগামিকাল 9 তারিখ তাপমাত্রা আবার 2 ডিগ্রি বাড়বে । 10 তারিখে তাপমাত্রা একটু কমার সম্ভাবনা থাকলেও 11 ও 12 তারিখে তাপমাত্রা ফের একটু বাড়বে ।
West Bengal Weather Update: মাঘেতেই উধাও শীত, রোদে অনুভূতি চৈত্রের - কলকাতার আবহাওয়া
কথায় বলে মাঘের শীত বাঘের গায়ে ৷ তা আর হল কই (Kolkata Weather Update) ! মাঘেতেই উধাও শীতের অনুভূতি ৷ রোদের ছ্যাঁকায় এখনই গরমের রেশ ৷ যদিও চলতি বছরে শীতের স্থায়িত্ব খুব বেশি দিন হয়নি ৷ বলা যায় মাত্র দিন কয়েকের অতিথি ছিল শীত ।
আরও পড়ুন: চলছে ভালোবাসার সপ্তাহ, আজ প্রোপোজ ডে-তে নতুন প্রস্তাব পাবেন কি?
আবার 13 , 14 তারিখ নাগাদ তাপমাত্রা একটু কমবে । এই তাপমাত্রা বাড়া-কমার বিষয়টি 14 তারিখ পর্যন্ত থাকবে । ভালোবাসার দিনে প্রেমের উষ্ণতা কে হয়ত শহরের উষ্ণতাও পাল্লা দেবে । উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 5 দিন রাতের তাপমাত্রায় কোনও বড় পরিবর্তন হবে না । এক বা দুটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যেতে পারে । দার্জিলিং আর কালিম্পঙের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনাও থাকছে । তবে আজ কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও দিন রৌদ্রজ্বল । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি এবং 18 ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানা গিয়েছে ।