কলকাতা, 20 নভেম্বর: উইন্টার ওয়ার্ল্ডকাপের ধাক্কা শহরের অলিতে গলিতে । রাজ্য জুড়ে ফুটবল ভক্তরা সোনার কাপের লড়াই দেখার জন্য তৈরি হচ্ছেন । এরই মধ্যে শীতের আগমন নিয়ে ভালো খবর শোনালো আবহাওয়া দফতর (West Bengal Weather Update) । এমনিতেই চলতি বছরে এই মাসটা গত কয়েক বছরের তুলনায় শীতল নভেম্বর । তার উপর জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস যদি মেলে তো বাড়তি খুশি । আগামী সপ্তাহ থেকে রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । 22 নভেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে পারদ পতন শুরু হবে বলে এমনই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের ।
নভেম্বর মাস শেষ হতে চলল । এখন একটাই প্রশ্ন, কবে জাঁকিয়ে পড়বে ঠান্ডা । কারণ শীতের আমেজ থাকলেও জমিয়ে শীত পড়ার ইঙ্গিত মিলছিল না । অন্তত শহর কলকাতাতে তো বটেই । আর তাদের জন্যই সুখবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যজুড়ে শীতের আমেজ বজায় থাকবে আগামী কয়েকদিন । ইতিমধ্যে 20 ডিগ্রির দুই তিন ডিগ্রির নিচে পারদ ঘোরাফেরা করছে । আগামী সপ্তাহে আরও একটু নীচে নামতে পারে তাপমাত্রা । সুতরাং আগামী কয়েক দিনে শীতের আমেজ স্থায়ী হওয়ার একটা সম্ভাবনা রয়েছে জেলায় জেলায় । মেঘমুক্ত পরিষ্কার আকাশ তাই রাজ্যজুড়ে হালকা শীতের আমেজ রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস । এই মুহূর্তে উত্তরে হাওয়া তেমন কোনও বাধার সম্মুখীন হচ্ছে না । যদি পরিস্থিতি সেরকম থাকে তাহলে আগামী সপ্তাহে আরও খানিকটা তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে ।