কলকাতা, 20 সেপ্টেম্বর : পূর্বাভাস আগেই ছিল ৷ সেইমতো গতকাল থেকে জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ৷ আজ বৃষ্টি আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ এই দুর্যোগ অন্তত দুইদিন চলবে বলে পূর্বাভাস রয়েছে ৷ 48 ঘণ্টায় রাজ্যজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত হবে । তবে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । অন্যদিকে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ৷ এদিকে, বৃষ্টির জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাদিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে ৷
আজ কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । নিম্নচাপ ও মৌসুমীর অক্ষরেখার সাঁড়াশি আক্রমণের জেরেই এই বৃষ্টিপাত হবে । এই মুহূর্তে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত হয়েছে । এই ঘূর্ণাবর্ত ওড়িশা উপকূল ও পশ্চিমবঙ্গে উপকূল ও বাংলাদেশ উপকূলের কাছাকাছি রয়েছে । সেই সঙ্গেই ঝাড়গ্রাম থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা । এর প্রভাবে আগামী 48 ঘণ্টায় রাজ্যজুড়ে বৃষ্টিপাত হবে । দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ বেশি থাকবে ৷ উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।