কলকাতা, 13 জানুয়ারি: কনকনে ঠান্ডা নয়, গঙ্গাসাগর মেলায় পুন্যার্থীরা কুয়াশাচ্ছন্ন ভোরে শাহি স্নানে অংশ নেবেন (West Bengal Weather Update)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী 5 দিনের পূর্বাভাসে প্রথম 3 দিন হাওয়া গরমের ইঙ্গিত দেওয়া হয়েছে । সপ্তাহান্তে ঘন কুয়াশা এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশের সম্ভাবনা । যা ফলে রবিবার মকর সংক্রান্তির পরদিন থেকে কমতে শুরু করবে ।
ফলে নতুন সপ্তাহে ফের কনকনে ঠান্ডার অনুভুতি বঙ্গ জুড়ে মিলতে পারে । আলিপুর হাওয়া অফিসের উপ অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দক্ষিণ বঙ্গের ক্ষেত্রে আগামিকাল অর্থাৎ 14 জানুয়ারি থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে । 15 জানুয়ারি রবিবার আর একটু বেশি থাকবে তাপমাত্রা । সামনের প্রথম তিনদিনে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে । দুই 24 পরগনা, দুই-মেদিনীপুরেও আগামী 24 ঘণ্টা ভোরের দিকে কুয়াশা সম্ভাবনা থাকছে । উত্তরবঙ্গের ক্ষেত্রেও উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই । যে তাপমাত্রা রয়েছে সেটাই চলবে । তবে মালদা, দুই দিনাজপুর, কোচবিহার ও জলপাইগুড়িতে আগামী 24 ঘণ্টায় সকালেও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে । তবে 14 এবং 15 জানুয়ারি অর্থাৎ আগামিকাল ও রবিবার দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে । গঙ্গাসাগরের ক্ষেত্রে একই রকম আবহাওয়া থাকবে তবে সকালের দিকে ঘন কুয়াশা থাকবে । জানানো হয়েছে আবহাওয়া দফতর সূত্রে ৷