কলকাতা, 10 নভেম্বর: ফের শহরে বিশ্বকাপ। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে নামছে ইংল্যান্ড ৷ অন্যদিকে, কালীপুজোর আনন্দে মেতে ওঠার প্রস্তুতি চলছে সর্বত্র ৷ বিশ্বকাপের এই ম্যাচ নিয়ে সেইভাবে উত্তেজনা না থাকলেও কালীপুজোয় বৃষ্টি বাধ সাধতে পারে কি না, তা নিয়ে ধোঁয়াশা ছিল ৷ স্বস্তির বার্তা দিয়েছে হাওয়া অফিস ৷ আপাতত বৃষ্টি নয়, রৌদ্রজ্বল দিন দেখতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। ফলে শনিবার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচে আবহাওয়া বাধা হয়ে দাঁড়াবে না। পাশাপাশি, কালীপুজোর প্রস্তুতিতেও মেতে উঠতে পারা যাবে অনায়াসে ৷
সূর্য ডুবলে মনোরম ঠাণ্ডা জুবুথুবু করে দিচ্ছে না। বদলে হিমের আমেজ মিলছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, এখন বঙ্গজুড়ে শুষ্ক আবহাওয়াই স্থায়ী হতে চলেছে। দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও হিমের পরশ মিলছে। সেখানেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2-3 ডিগ্রি পর্যন্ত কমে গিয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে ইতিমধ্যে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে ঘোরাফেরা করছে। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, শীতের আগমন না হলেও, হেমন্তের পরশে হালকা ঠাণ্ডাভাব সকালের দিকে অনুভূত হবে ৷ উত্তর ও উত্তর-পশ্চিমের হাওয়া বইছে ৷ তাই কালীপুজোতেও নেই বৃষ্টির সম্ভাবনা ৷