পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WB Weather Update: কালীপুজোর প্রস্তুতি-ইডেনে বিশ্বকাপের ম্যাচের আগে কেমন থাকবে আবহাওয়া ?

West Bengal Weather Report: শনিবার একদিকে ইডেন গার্ডেন্সে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ অন্যদিকে রাজ্যজুড়ে চলছে কালীপুজোর প্রস্তুতি ৷ তার আগে কেমন থাকবে আবহাওয়া ? পড়ুন বিস্তারিত পূর্বাভাস।

Etv Bharat
জেনে নিন আজকের আবহাওয়া

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 7:38 AM IST

কলকাতা, 10 নভেম্বর: ফের শহরে বিশ্বকাপ। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে নামছে ইংল্যান্ড ৷ অন্যদিকে, কালীপুজোর আনন্দে মেতে ওঠার প্রস্তুতি চলছে সর্বত্র ৷ বিশ্বকাপের এই ম্যাচ নিয়ে সেইভাবে উত্তেজনা না থাকলেও কালীপুজোয় বৃষ্টি বাধ সাধতে পারে কি না, তা নিয়ে ধোঁয়াশা ছিল ৷ স্বস্তির বার্তা দিয়েছে হাওয়া অফিস ৷ আপাতত বৃষ্টি নয়, রৌদ্রজ্বল দিন দেখতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। ফলে শনিবার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচে আবহাওয়া বাধা হয়ে দাঁড়াবে না। পাশাপাশি, কালীপুজোর প্রস্তুতিতেও মেতে উঠতে পারা যাবে অনায়াসে ৷

সূর্য ডুবলে মনোরম ঠাণ্ডা জুবুথুবু করে দিচ্ছে না। বদলে হিমের আমেজ মিলছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, এখন বঙ্গজুড়ে শুষ্ক আবহাওয়াই স্থায়ী হতে চলেছে। দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও হিমের পরশ মিলছে। সেখানেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2-3 ডিগ্রি পর্যন্ত কমে গিয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে ইতিমধ্যে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে ঘোরাফেরা করছে। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, শীতের আগমন না হলেও, হেমন্তের পরশে হালকা ঠাণ্ডাভাব সকালের দিকে অনুভূত হবে ৷ উত্তর ও উত্তর-পশ্চিমের হাওয়া বইছে ৷ তাই কালীপুজোতেও নেই বৃষ্টির সম্ভাবনা ৷

সবমিলিয়ে নভেম্বর শুরু হতে না হতেই শীতের আমেজ ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে। কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা নামতে শুরু করেছে। আগামী পাঁচদিনে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.2 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 90 শতাংশ। শুক্রবারও কলকাতার আকাশে রোদ থাকবে। এদিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি এবং 21 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই।

আরও পড়ুন:

  1. হালকা শীতের অনুভূতিতে দীর্ঘায়িত হেমন্ত, আপাতত হাওয়া বদলের সম্ভাবনা নেই
  2. এসেছে শরৎ...কাশ্মীরের মুঘল গার্ডেন্সে সোনালি চিনারের পাতায় মুগ্ধ পর্যটকরা
  3. চলতি মাসেই স্কুল পড়ুয়াদের স্টেট অ্যাসেসমেন্ট সার্ভে পরীক্ষা, দিন ঘিরে প্রশ্ন

ABOUT THE AUTHOR

...view details