পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update : ছাতা সঙ্গে রাখুন, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা - শীতের বৃষ্টি রাজ্যে

পিছু ছাড়ছে না বৃষ্টি ৷ কনকনে ঠান্ডার জানুয়ারিতেও বৃষ্টির ভ্রুকুটি ৷ আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (West Bengal Weather Update) ৷

West Bengal Weather
পশ্চিমবঙ্গে জানুয়ারিতে বৃষ্টিপাত

By

Published : Jan 22, 2022, 7:45 AM IST

Updated : Jan 22, 2022, 7:52 AM IST

কলকাতা, 22 জানুয়ারি : একুশের সেপ্টেম্বর সরকারিভাবে বৃষ্টি বিদায় নিলেও তা পিছু ছাড়েনি । গতবছরের শেষ তিন মাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে । বাইশের জানুয়ারিতেও চলবে বৃষ্টি । আজ থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আগামিকাল থেকে বাড়বে বৃষ্টির দাপট ৷ শিলা বৃষ্টির সম্ভাবনাও প্রবল ৷

হাওয়া অফিস বলছে শীতে পশ্চিমী ঝঞ্ঝায় বৃষ্টির ফলে শীতের সবজি নষ্ট হয়েছে । এবারও খলনায়ক সেই ঝঞ্ঝা । রাজ্যের পূর্বদিকে বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । উত্তর-পশ্চিমে আফগানিস্তান এবং পাকিস্তানের উপর পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে । দক্ষিণ-পশ্চিম রাজস্থানের উপর আরও একটি ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে । ফলে ভরা শীতেও চলবে বৃষ্টি । এতেই সব সবজির দাম আকাশছোঁয়া । মাঘের বৃষ্টিতে সেই দাম আরও বাড়তে পারে (West Bengal Weather Forecast partly cloudy sky with rain) ।

আরও পড়ুন : New Airport Near Kolkata : কলকাতার কাছেই জমি খুঁজছে রাজ্য, ভাঙরে হতে পারে নয়া বিমানবন্দর !

আজ ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার দু'এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে । 23 ও 24 জানুয়ারি, দু'দিন দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও আছে । 23 জানুয়ারি নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানে শিলা বৃষ্টিও হতে পারে, জানালেন আলিপুর আবহাওয়া অফিসের আধিকারিক সৌরিশ বন্দ্যোপাধ্যায় ৷

25 তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে ৷ সেদিন কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় খুব হালকা বৃষ্টির আভাস দিয়েছে হাওয়া অফিস ৷ 26 তারিখ থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে । আগামী তিন দিন রাতের তাপমাত্রা 2-3 ডিগ্রি বাড়বে ৷ 26 জানুয়ারির পর থেকে ফের নামবে পারদ ৷

জানুয়ারির শেষেও রাজ্যে বৃষ্টি, জানালেন হাওয়া অফিসের আধিকারিক

আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। পাঁচটা জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে একটু বৃষ্টি বেশি হবে । 22 জানুয়ারির পর থেকে এই বৃষ্টির পরিমাণ বাড়বে, কয়েক জায়গায় শিলাবৃষ্টি হতে পারে ৷ 22-24 জানুয়ারি সময় পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে, দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে ৷ দার্জিলিংয়ে আগামী কয়েকদিন তুষারপাতের সম্ভাবনা রয়েছে ৷

আরও পড়ুন : Bengal COVID surge : সংক্রমণ রুখতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা সঠিক উপায় নয়, মত চিকিৎসকদের

শুক্রবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা 13.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । আজ শনিবার কলকাতা এবং তৎসংলগ্ন অঞ্চলে আকাশ প্রধানত মেঘলা থাকবে ৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 25 ডিগ্রি এবং 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে । ফলে আজ থেকে শীতের আবহ থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে ।

Last Updated : Jan 22, 2022, 7:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details