কলকাতা, 13 মে: অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোকা ৷ গত ছয় ঘণ্টা ধরে ঘণ্টায় 14 কিলোমিটার বেগে পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে ঘূর্ণিঝড়টি । শনিবার মোকা ঘূর্ণিঝড়টি 15.7 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 89.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা উত্তর-উত্তর পশ্চিম দিকে আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে 560 কিলোমিটার দূরে অবস্থান করছে ।
ঘূর্ণিঝড় মোকার অবস্থান:বাংলাদেশের কক্সবাজার থেকে 680 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম এবং মায়ানমারের সিতওয়ে বন্দরের থেকে 600 কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে । এই ঘূর্ণিঝড়টি এরপর উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশ ও উত্তর মায়ানমার উপকূলে বাংলাদেশের কক্সবাজার এবং মায়ানমারের সিতওয়েতে রবিবার অর্থাৎ 14 মে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়বে । ওই সময় হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় 150 থেকে 160 কিলোমিটার । একই সঙ্গে দমকা হাওয়া বইবে ঘণ্টায় 175 কিলোমিটার বেগে ।