কলকাতা, 16 ফেব্রুয়ারি : দু'দিন পরে দোল উৎসব । আকাশে বাতাসে রঙের খেলা । কিন্তু চলতি বছরে রঙের উৎসব গরম আবহাওয়ায় চরম অস্বস্তির মধ্যে পালিত হবে । আলিপুর হাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী পাঁচ দিন বঙ্গজুড়ে তাপমাত্রার পারদ চড়বে (West Bengal Weather Forecast Mainly clear sky) ।
তবে উত্তর ও দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই । গরমের দাপট আগামী 3 দিনে বাড়বে 1 থেকে 3 ডিগ্রি । ইতিমধ্যে রোদের তেজ বাড়ছে । ঘাম সেভাবে না হলেও অস্বস্তি বোধ হচ্ছে । মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশে রাতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ।
আগামী ক'দিনের আবহাওয়া নিয়ে কী বলছেন আলিপুরের উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আরও পড়ুন : ETV Bharat Horoscope for 16th March : আয় যেমন সেই বুঝে ব্যয় করুন, তাতে দিনটি কাটবে সচ্ছল; ইঙ্গিত কুম্ভ রাশির জাতক-জাতিকাদের
বুধবার রৌদ্রজ্জ্বল দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি এবং 23 ডিগ্রির কাছাকাছি থাকবে । কলকাতার তাপমাত্রা পরবর্তী দু'দিনে আরও তিন ডিগ্রি বাড়তে পারে । ফলে সপ্তাহান্তে দোলে গরম অসহ্য অবস্থায় পৌঁছবে । মার্চে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে চলেছে তাপমাত্রা ৷ আবহাওয়ার শুষ্কতা এতটাই যে ত্বকে তার প্রভাব টের পাওয়া যাচ্ছে ।
গত বছর শীতকালে পশ্চিমী ঝঞ্ঝার কারণে একাধিকবার বৃষ্টি হয়েছিল । মার্চ মাসের মাঝামাঝিতে সেই সম্ভাবনা দেখা যায়নি । শহরতলিতে গরম বাড়লেও জেলাগুলোতে সকালের দিকে তাপমাত্রা খানিকটা কম থাকবে ৷ তারপর বেলা বাড়লে তাপমাত্রাও বেড়ে যাবে ।