কলকাতা, 2 মার্চ : কখনও গরম, কখনও হাল্কা ঠান্ডার অনুভূতি। বসন্তের মিশ্র আবহাওয়ায় গ্রীষ্মের আগমনী । রোদের তাপ অস্বস্তি বাড়াচ্ছে । হাল্কা ঘাম জমছে । ফ্যান চালালে অল্প কিছুক্ষণের মধ্যে ঠান্ডা বোধ হচ্ছে, না চালালে গরম লাগছে । মরশুম বদলের এই অনুভূতির মধ্যে হাল্কা বৃষ্টি অস্বস্তি বয়ে নিয়ে আসছে (West Bengal Weather Forecast Mainly clear sky) ।
আলিপুর আবহাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলছেন, "আগামী পাঁচদিন আবহাওয়া শুষ্ক থাকবে । বৃষ্টি হবে না । তবে দক্ষিণবঙ্গের একদম পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ।"
মঙ্গলবার রাতে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 31.2 ডিগ্রি এবং 20.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । বুধবার ভোরের দিকে কুয়াশার দাপট আর থাকবে না । রৌদ্রজ্জ্বল দিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং 21 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে ।