কলকাতা, 19 জানুয়ারি : আশা জাগিয়েও ফের ব্যাকফুটে শীত । এবার তার পিছিয়ে যাওয়ার কারণ সেই ঝঞ্ঝা কাটা । চলতি শীতে যতবার জাঁকিয়ে ঠান্ডা পড়ার আশা দেখা গিয়েছে, ততবারই পিছু পিছু এসেছে পশ্চিমী ঝঞ্ঝা । 23 এবং 24 জানুয়ারি ফের দুই বঙ্গে বৃষ্টির সম্ভাবনা । পশ্চিমী ঝঞ্ঝার কারণে বঙ্গোপসাগরের জলীয় বাষ্প একযোগে বৃষ্টির সম্ভাবনা তৈরি করছে (West Bengal Weather Forecast) ।
আপাতত তাপমাত্রা 12-13 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে । কিন্তু সেই ইনিংস লম্বা না-হওয়ার আভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া অফিস । হাওয়া অফিসের আধিকারিক সৌরিশ বন্দোপাধ্যায় জানিয়েছেন, আগামী তিন দিন দক্ষিণবঙ্গে প্রধানত পরিষ্কার শুষ্ক আবহাওয়া থাকবে । 21 জানুয়ারি দুই মেদিনীপুর এবং দুই 24 পরগনায় হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে । 22 জানুয়ারি পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24পরগনায় হালকা বৃষ্টির হতে পারে । অন্য জেলাগুলোতেও 21 ও 22 জানুয়ারি আকাশ অংশিক মেঘলা থাকবে ।
রাতের তাপমাত্রায় এখনই বিশেষ কোনও পরিবর্তন না হলেও দু'দিন পর থেকে তাপমাত্রা বাড়বে অর্থাৎ শীত কমবে । কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 4-5 দিন শুষ্ক আবহাওয়া থাকবে ৷ 21 ও 22 তারিখ আংশিক মেঘলা আকাশ থাকবে ।