পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update : নামছে পারদ, শহরে বাড়ছে দূষণ

বহু প্রতীক্ষিত শীত এসেছে রাজ্যে ৷ এখন থাকবে ঠাণ্ডার আমেজ ৷ তবে এর সঙ্গে পাল্লা দিয়ে শহরে বেড়েছে দূষণ (West Bengal Weather Update) ৷

West Bengal Weather Update
শহরে শীত

By

Published : Dec 16, 2021, 7:07 AM IST

কলকাতা, 16 ডিসেম্বর : নামছে পারদ, কাঁপছে শহর । গত দু'দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে ৷ তাই ঠাণ্ডার আমেজ শহরজুড়ে, আর উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও (West Bengal Weather Update)।

মঙ্গল, বুধ, বৃহস্পতিবার, সপ্তাহের প্রথম চারদিনের মধ্যে তিনদিনই কলকাতা এবং তৎসংলগ্ন অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.2 ডিগ্রি সেলসিয়াস । আবহাওয়া অফিস তাপমাত্রা 2-3 ডিগ্রি কমার পূর্বাভাস দিয়েছিল । কিন্তু একধাপে হুড়মুড় করে টি-20 ক্রিকেটের ব্যাটিংয়ের মেজাজে এতটা ঠাণ্ডা পড়বে, তা আশা করা যায়নি ।

বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 93 % এবং 41 % ৷

আরও পড়ুন : Horoscope for 16th December : আইনি সমস্যা মিটবে কারও, কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন কেউ

আজ বৃহস্পতিবার আকাশ প্রধানত পরিষ্কার থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 24 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 13 ডিগ্রি সেন্টিগ্রেডের আশপাশে ঘোরাফেরা করবে ৷ তাই পৌষের আগমনে রাজ্যে এবার কনকনে শীতের অনুভূতি ৷

তবে পারদের এই পতন আগামী সপ্তাহে ধাক্কা খেতে পারে । কিন্তু ফের দ্রুত পুরোনো তাপমাত্রায় ফিরে আসবে । এদিকে জেলা শহরগুলোর তাপমাত্রা কমতে শুরু করেছে । কৃষ্ণনগর, আসানসোল, ব্যারাকপুর, বাঁকুড়া, কাঁথি, পানাগড়, পুরুলিয়া, শ্রীনিকেতনে উত্তুরে হাওয়ার দাপটে পারদ নিম্নমুখী ।

এদিকে শীত পড়তেই শহরে দূষণের মাত্রা উল্লেখযোগ্য ভাবে বাড়তে শুরু করেছে । যা দিল্লির সঙ্গে পাল্লা দিতে পারে । ফলে পৌরভোটে জিতে যে দলই শহরের মসনদের দখল নিক না কেন, পরিবেশের এই অবস্থা তাদের দুশ্চিন্তায় ফেলবে ।

ABOUT THE AUTHOR

...view details