কলকাতা, 5 অক্টোবর: দশমীর বৃষ্টি মা দুর্গার বিদায়ে বড় বাধা হবে না ৷ গত চারদিন ধরেই হালকা-মাঝারি কিংবা ভারী বৃষ্টি পুজোর আবহে উৎকণ্ঠা ছড়িয়েছিল । আলিপুর আবহাওয়া অফিসও বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ার কথা বলেছিল । এমনকী বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের কারণে বৃষ্টির পূর্বাভাসও ছিল তাদের বিজ্ঞপ্তিতে । কিন্তু যতটা গর্জন ততটা বর্ষণ হয়নি পুজোর ক'দিনে (West Bengal Weather) ।
বিক্ষিপ্তভাবে বৃষ্টির চোখে চোখ রেখে দর্শনার্থীরা প্যান্ডেল হপিং করেছেন পাল্লা দিয়ে । আজ দশমীতে মা কৈলাশে ফিরে যাবেন । শেষদিন আবহাওয়া কেমন থাকে, তা জানার আগ্রহ আছে সবার । হাওয়া অফিস বলছে উত্তরবঙ্গে উপরের পাঁচটি জেলায় বৃষ্টি হলেও বাকি জেলাগুলিতে সেভাবে প্রকৃতি প্রতিবন্ধক হবে না । ভারী বৃষ্টির পূর্বাভাস নেই ।