কলকাতা, 18 জানুয়ারি: সর্বনিম্ন তাপমাত্রার তুলনামূলক ঊর্ধ্বগতি সত্ত্বেও বৃষ্টির উপস্থিতি শীতের আমেজকে জমিয়ে দিয়েছে ৷ দিনভর কুয়াশাচ্ছন্ন আবহে রোদের দেখা সেভাবে মিলছে না ৷ পাশাপাশি ঠান্ডা হাওয়া শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে দিয়েছে ৷ হাওয়া অফিস জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জেরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত বিহার-ঝাড়খণ্ডের দিকে অবস্থান করছে ৷
এদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া উচ্চচাপের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস রাজ্যে প্রবেশ করছে ৷ এর ফলে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ৷ আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা আছে ৷ এর ফলে দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, নদিয়া, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
উত্তরবঙ্গের উপরের জেলা দার্জিলিং, কালিম্পংয়ে পারদ অনেকটা নেমে গিয়েছে ৷ দার্জিলিংয়ে তুষারপাত হয়েছে ৷ এছাড়া বৃষ্টির পূর্বাভাসও রয়েছে ৷ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ৷ পাশাপাশি ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যেতে পারে ৷
ইতিমধ্যে ঘন কুয়াশার প্রভাব পড়ছে রেল ও সড়কপথের যান চলাচলে ৷ বেলায় রোদ উঠলেও তা জোরালো নয় ৷ ফলে গত কয়েকদিনের তুলনায় পারদ চড়লেও ঠান্ডা বেশ জাঁকিয়ে অনুভূত হচ্ছে ৷ বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 20.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 6 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 13.4 ডিগ্রি সলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 91 শতাংশ এবং সর্বনিম্ন 71 শতাংশ ৷ আজ বৃহস্পতিবার দিনের আকাশ মেঘলাই থাকবে ৷ কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 20 ডিগ্রি এবং 15 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷
আরও পড়ুন:
- রামলালা খাবেন 1265 কেজি'র লাড্ডু, নিজামের শহর থেকে যাচ্ছে রামরাজ্যে
- কালীঘাটেই হবে রাম পুজো, নির্দেশ কলকাতা হাইকোর্টের
- 125 বছরে নতুন চেহারায় বেটন কাপ, বিশ্বের প্রাচীনতম হকি টুর্নামেন্ট এবার অ্যাস্ট্রোটার্ফে