কলকাতা, 6 অগাস্ট : কাল প্রকাশিত হবে রাজ্য জয়েন্ট প্রবেশিকা (WBJEE) পরীক্ষার ফল। পরীক্ষা হওয়ার প্রায় ছয়মাস পর ফলাফল প্রকাশ করতে চলেছে রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড (WBJEEB)। কাল দুপুর 1টায় বোর্ডের অফিসে আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করা হবে। দুপুর 2:30 মিনিট থেকে অনলাইনে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
প্রতি বছর রাজ্যের বিশ্ববিদ্যালয়-কলেজে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ফার্মেসির ডিগ্রি কোর্সে ভরতি হওয়ার জন্য প্রতিবছর জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা নেয় WBJEEB। চলতি বছর দুই ফেব্রুয়ারি হয়েছিল রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা ছিল 88 হাজার 800 জন। ত্রিপুরা মিলিয়ে মোট 219টা কেন্দ্রে পরীক্ষা হয়। তারপরই দেশজুড়ে কোরোনা আবহের জেরে আটকে যায় ফলপ্রকাশ। অবশেষে কাল প্রকাশ করা হবে ফলাফল ।
কাল WBJEE-র ফল - কাল প্রকাশিত হবে WBJEE-র ফলাফল
কাল বেলা 2:30 মিনিট থেকে www.wbjeeb.nic.in/ ও www.wbjeeb.in এই দুটি ওয়েবসাইটে নিজেদের ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা ৷
কোরোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে এই বছর জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সাংবাদিক বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে। সল্টলেক সেক্টর ফাইভে বোর্ডের অফিসে থেকেই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে WBJEEB।
দুপুর 1টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর দুপুর 2:30 মিনিট থেকে অনলাইনে ফলাফল প্রকাশ হবে। www.wbjeeb.nic.in/ ও www.wbjeeb.in এই দুটি ওয়েবসাইটে নিজেদের ফলাফল ও 2020 সালের WBJEE-র ব়্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।