কলকাতা, 9 মে : এবার সেলুন ও লন্ড্রিকর্মীদের পাশে দাঁড়ালেন নন্দীগ্রামের বিধায়ক ও পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী । গতকাল নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের সেলুন ও লন্ড্রি কর্মীদের পরিবারে অন্নসংস্থান করেন তিনি ।
এবার সেলুন ও লন্ড্রি কর্মীদের পাশে শুভেন্দু অধিকারী - Suvendu Adhikari
কোরোনা পরিস্থিতিতে একের পর এক সাহায্য দিয়ে চলেছেন শুভেন্দু অধিকারী । এবার 350-এর বেশি সেলুন ও লন্ড্রি কর্মীর পরিবারকে খাদ্যসামগ্রী বণ্টন করেছেন তিনি ।
লকডাউনের জেরে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন । বন্ধ সব কাজকর্ম । বন্ধ দোকান-পাট । তাই দুস্থদের কথা মাথায় রেখে এই উদ্যোগ নিয়েছেন শুভেন্দু অধিকারী । দীর্ঘদিন ধরে কাজকর্ম বন্ধ হয়ে থাকায় অসংখ্য মানুষ যাঁরা সেলুন ও লন্ড্রির কাজের সঙ্গে যুক্ত তাঁরা রোজগার হারিয়েছেন । চূড়ান্ত আর্থিক অনটনের মধ্যে পড়েছেন তাঁরা । খোলেনি সেলুন ও লন্ড্রি। তাই এবার এঁদের কথা ভেবেই নিজের বিধানসভা কেন্দ্রে এই দুই জীবিকার সঙ্গে যুক্ত থাকা মানুষ ও তাঁদের পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিধায়ক । 350-র বেশি পরিবারের জন্য খাদ্যসামগ্রী ও টাকা পাঠিয়েছেন তিনি ।
এর আগেও শুভেন্দু অধিকারী কোরোনা মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন । জেলার বিভিন্ন কোরোনা হাসপাতালে 180টি আইসোলেশন বেড দান করেছেন । এখনও 90টি বেড দানের প্রস্তুতি চলছে । এছাড়াও, সংখ্যালঘু দুস্থ মানুষের জন্য ইফতার আয়োজন করেন তিনি । প্রায় 4000 দুস্থ সংখ্যালঘু মানুষের মধ্যে ইফতারের খাবার বিতরণ করা হয় । অন্যদিকে, তিনি বহু কারখানায় ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজা়র, PPE ও সাবান বিতরণ করেছেন । আর্থিক সাহায্য তুলে দিয়েছেন রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ ও ইস্কন মায়াপুরধাম কর্তৃপক্ষের হাতে। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঠিত কোরোনা ত্রাণ তহবিলে অর্থও দিয়েছেন।