কলকাতা, 11 সেপ্টেম্বর: নতুন প্রাপ্তি যোগ হল রাজ্যের মুকুটে ৷ টুইট করে সে খবর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানিয়েছেন পড়ুয়াদের সংখ্যা চেনার মানদণ্ডে দেশের মধ্যে প্রথম হয়েছে বাংলা ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই নিয়ে বিশ্বব্যপী ন্যূনতম যে মানদণ্ড রয়েছে তার থেকে এগিয়ে রয়েছে এই রাজ্যের পড়ুয়ারা ৷ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অধীন এনসিইআরটি (NCERT)-এর করা সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে (NCERT report on students fundational numeracy proficiency) ৷
রবিবার টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, "গর্বের এই বিষয়টি ঘোষণা করতে আমার খুবই আনন্দ হচ্ছে, পড়ুয়াদের সংখ্যা চেনার নিরিখে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ ৷ এই নিয়ে বিশ্বব্যাপী ন্যূনতম যে মানদণ্ড রয়েছে তার সমান বা তার থেকে এগিয়ে রয়েছে এখানকার পড়ুয়ারা ৷"