কলকাতা, 18 মার্চ: রাজ্যে আগামী 21 মার্চ থেকে শুরু হতে চলেছে 12 থেকে 14 বছর বয়সিদের করোনা টিকাকরণ (Corona vaccination for 12 to 14 years age group) ৷ কেন্দ্র আগেই জানিয়েছিল চলতি সপ্তাহের বুধবার অর্থাৎ 16 মার্চ থেকে ছোটদের এই টিকাকারণ শুরু হবে ৷ কিন্তু স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কেন্দ্র থেকে এই সংক্রান্ত নির্দেশিকা (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেডিওর) আসতে দেরি হওয়ায় টিকাকরণ শুরু করতে দেরি হচ্ছে ৷
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আগেই জানিয়েছে, 12 থেকে 14 বছর বয়সিদের বায়োলজিক্যাল-ই সংস্থার কর্বেভ্যাক্স করোনা টিকা দেওয়া হবে ৷ অনলাইনে আগাম নাম নথিভুক্ত করে অথবা সরাসরি টিকাকেন্দ্রে গিয়ে নাম লিখিয়ে ভ্যাকসিন নিতে পারবে ছোটরা ৷ বৃহস্পতিবার এই সংক্রান্ত এক নির্দেশিকা প্রকাশ করেছে রাজ্য ৷