পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদকের পদে ইস্তফা কবিরুল ইসলামের - undefined

একের পর এক ধাক্কা তৃণমূলের। দল ছেড়েছেন শুভেন্দু অধিকারী, জিতেন্দ্র তিওয়ারি, শীলভদ্র দত্ত। এবার দলের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদকের পদে ইস্তফা দিলেন কবিরুল ইসলাম।

কবিরুল ইসলাম
কবিরুল ইসলাম

By

Published : Dec 18, 2020, 2:14 PM IST

Updated : Dec 18, 2020, 3:35 PM IST

কলকাতা, 18 ডিসেম্বর : '21-এর আগে একের পর এক ধাক্কা। এবার তৃণমূলের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন কবিরুল ইসলাম। এই মর্মে সেলের রাজ্য সভাপতি হাজ়ি শেখ নুরুল ইসলামের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি।

শুভেন্দু-জিতেন্দ্রর পর আজ দল ছাড়েন শীলভদ্র দত্ত । দলের প্রাথমিক সদস্যপদ ত্যাগ করেন ব্যারাকপুরের বিধায়ক । তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে দল ত্যাগের বিষয়টি জানিয়ে চিঠিও পাঠিয়েছেন তিনি । ঠিক কী কারণে তিনি ঘাসফুলের জার্সি খুলে রাখলেন, সে বিষয়ে চিঠিতে কোনও আলোকপাত করেননি শীলভদ্রবাবু ।

কবিরুল ইসলামের পদত্যাগপত্র

তৃণমূলের এই ধাক্কা কাটতে না কাটতেই কবিরুল ইসলামের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা নিয়ে বেশ চাপে রয়েছে তৃণমূল।

Last Updated : Dec 18, 2020, 3:35 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details