কলকাতা, 25 ডিসেম্বর: চিন-সহ বেশ কয়েকটি দেশে কোভিড-19 সংক্রমণ ঊর্ধ্বমুখী ৷ করোনার নয়া ধাক্কায় চিন রীতিমতো বিধ্বস্ত ৷ তাই ফের সতর্ক হয়েছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যগুলি ৷ শনিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে একটি ছ'দফার নির্দেশিকা জারি করেছে ৷
রাজ্যের স্বাস্থ্যসচিব এন এস নিগম উচ্চাধিকারিকদের নিয়ে বৈঠক করে এই নির্দেশিকা জারি করেছেন ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের তিনটি বেসরকারি হাসপাতাল এবং একটি সরকারি হাসপাতাল থেকে সংগৃহীত 30টি নমুনার জিনোম সিকোয়েন্সিং করার উপর জোর দেওয়া হবে ৷ ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিক্স-এর (National Institute of Biomedical Genomics, NIBM) সঙ্গে সারাক্ষণ যোগাযোগ রাখছে স্বাস্থ্য দফতর ৷
দ্বিতীয়ত, রাজ্যের হাসপাতালগুলিতে কোভিড-19 বিভাগে ভেন্টিলেটরগুলি ঠিকঠাক কাজ করছে কি না, তা নিশ্চিত করা এবং নিয়মিত নজরদারি করা ৷ এক স্বাস্থ্য আধিকারিক বলেন, "বিগত দু'বছরে কোভিড সংক্রমণ যখন বেড়ে চলেছিল, সেই সময় বহু হাসপাতালের কোভিড-19 ইউনিটগুলি সচল ছিল ৷ এখন সে অবস্থা নেই ৷ শনিবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, হাসপাতালগুলিকে কোভিড-19 ইউনিটগুলি ফের সক্রিয় করার নির্দেশ পাঠানো হবে ৷ আগামী দিনে যে কোনও রকম জরুরি পরিস্থিতির মোকাবিলা করতে প্রয়োজনীয় ব্যবস্থা করে তৈরি থাকতে হবে ৷"