কলকাতা, 3 ডিসেম্বর : রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর ৷ জানুয়ারিতে রাজ্যের সরকারি কর্মীদের 3 শতাংশ ডিএ ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ আজ নবান্নে সরকারি কর্মীদের সঙ্গে বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায় ৷
টাকা নেই, চিঠিতে মন গলে 3 শতাংশ ডিএ ঘোষণা মমতার
2019 -এর 26 জুলাই রাজ্যকে স্যাট নির্দেশ দিয়েছিল, ছ’মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে হবে । সেই ডিএ না দেওয়ায় সরকারি কর্মীদের সংগঠন স্যাটে আদালত অবমাননার মামলাও দায়ের করে । জল অনেক দূর গড়ানোর পরই আজ মমতার ডিএ ঘোষণা ।
2019 -এর 26 জুলাই রাজ্যকে স্যাট নির্দেশ দিয়েছিল, ছ’মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে হবে । সেই ডিএ না দেওয়ায় সরকারি কর্মীদের সংগঠন স্যাটে আদালত অবমাননার মামলাও দায়ের করে । রাজ্য ফের স্যাটে রিভিউ পিটিশন দায়ের করেছে । এই আইনি লড়াইয়ের মধ্যেই কর্মী সংগঠনের চিঠি যায় মমতার কাছে । তার পরই আজকের বৈঠক । মুখ্যমন্ত্রী বলেন, ‘পরিস্থিতি খারাপ, কিন্তু চিঠিতে মন ভিজে গিয়েছে । ঋণের বোঝা রয়েছে, তবু এটা আপনাদের দেবো ।’
এদিনও কেন্দ্রের বকেয়া নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা । তিনি বলেন ," আমাদের বকেয়া প্রায় 85 হাজার কোটি টাকা । 2000 টাকা নিয়ে ওঁরা কথা বলছে । তাঁর অনুযোগ, "কেন্দ্রের থেকে শুধু বঞ্চনা পেয়েছি ।"
TAGGED:
Mamata Banerjee