কলকাতা, 10 জুন:পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই কার্যত অশান্তির সূত্রপাত হয়ে গিয়েছে রাজ্য জুড়ে ৷ ইতিমধ্যেই ভোটের বলিও হয়েছেন একজন ৷ আর তারপরই টনক নড়েছে রাজ্য নির্বাচন কমিশনের ৷ শনিবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে একপ্রস্থ বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা ৷ আর সেই বৈঠকের পরই সর্বদল বৈঠক ডাকল রাজ্য নির্বাচন কমিশন ৷
সর্বদল বৈঠক না করে নির্বাচন ঘোষণা করা নিয়ে কমিশনের বিরুদ্ধে খড়্গহস্ত হয়েছিল বিরোধীরা ৷ কেন বিরোধীদের অন্ধকারে রেখে তড়িঘড়ি কমিশন ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে দিতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ কিন্তু শুভেন্দুর সেই প্রশ্নে আমল দেননি রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা ৷ রুল বুকের সাফাই দিয়ে তাঁর সাফ জবাব ছিল, আইনে নেই সর্বদল বৈঠক ডেকে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে হবে ৷ এরপর অবশ্য কমিশনের উপর ঝাঁঝ বাড়িয়েছে বিরোধীরা ৷ আর শুক্রবার মুর্শিদাবাদের খড়গ্রামে বাড়ির সামনে কংগ্রেস নেতা ফুলচাঁদ শেখের খুনের পর সেই উত্তাপ আরও বেড়েছে ৷ এরপরই শনিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দেখা করেন রাজ্যপালের সঙ্গে ৷ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে যাতে পঞ্চায়েত ভোট হয়, তার জন্য রাজ্যপালকে চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷