পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: রাজ্যপাল ডাকলেও গেলেন না রাজ্য নির্বাচন কমিশনার - কমিশনারকে ডাকলেও তিনি যাচ্ছেন না রাজভবনে

রাজ্যপালের তলব এড়ালেন রাজ্য নির্বাচন কমিশনার ৷ সিভি আনন্দ বোস জরুরি ভিত্তিতে কমিশনারকে ডাকলেও তিনি যাচ্ছেন না রাজভবনে ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 17, 2023, 3:07 PM IST

Updated : Jun 17, 2023, 6:48 PM IST

কলকাতা, 17 জুন:রাজ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শেষ ৷ এখন স্ক্রটিনির কাজে ব্যস্ত রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা। আর এই অজুহাত খাঁড়া করে রাজ্যপালের তলব এড়ালেন রাজ্য নির্বাচন কমিশনার ৷ শনিবার বিজোপি প্রতিনিধিদের সঙ্গে দেখা করার পরই রাজ্য নির্বাচন কমিশনারকে জরুরী তলব করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ কিন্তু সেই ডাকে সাড়া দিলেন না রাজ্য নির্বাচন কমিশনার ৷

পাঁচদিনের মনোনয়ন ঘিরেই তুমুল অশান্তির ছবি দেখেছে রাজ্য এবং রাজ্যপাল ৷ প্রথমদিন থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে চরম বিশৃঙ্খলা এবং হানাহানির মধ্যেই হয়েছে পঞ্চায়েতের মনোনয়ন পর্ব ৷ চলেছে মুহুর্মুহু বোমা এবং গুলি ৷ মৃত্যু হয়েছে পাঁচজনের ৷ এর মাঝেই হিংসা কবলিত ভাঙড় ঘুরে দেখেছেন রাজ্যপাল আনন্দ বোস ৷ উল্লেখযোগ্যভাবে, রাজ্যপাল যখন ভাঙড়ে সেই সময়ও যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় তাজা বোমা ৷ এর মাঝেই শনিবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে পঞ্চায়েত ভোট নিয়ে একগুচ্ছ অভিযোগ জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ আর সুকান্ত মজুমদার বেরিয়ে যেতেই রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করেন রাজ্যপাল আনন্দ বোস ৷

কিন্তু রাজ্যপালের এদিনের জরুরি তলব এড়িয়ে গেলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা ৷ কমিশন সূত্রে খবর, রাজভবন যেতে পারবেন না তা রাজ্যপালকে জানিয়েছেন রাজীবা সিনহা ৷ পাশাপাশি রাজ্যপালকে কমিশনার জানিয়েছেন, এরপর তিনি যে কোনও দিন রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজি আছেন। কেন তিনি যাচ্ছেন না রাজভবনে ? কমিশন সূত্রে খবর, মনোনয়ন শেষে স্ক্রুটিনির কাজ শুরু হয়েছে ৷ আর সেই কাজেই ব্যস্ত আছেন রাজ্য নির্বাচন কমিশনার ৷ সেই কারণ দেখিয়েই তিনি রাজ্যপালের ডাক এড়ালেন ৷

আরও পড়ুন:পঞ্চায়েত ভোট পরিচালনা কালীঘাটে মমতার নেতৃত্বে তৃণমূলের মেগা বৈঠক

অন্যদিকে, রাজ্যপাল তাঁর চেন্নাই সফর বাতিল করে ক্যানিং যাচ্ছেন বলে রাজভবন সূত্রে খবর। ভাঙড়ের পর এবার ক্যানিং সরেজমিনে ঘুরে দেখবেন রাজ্যপাল ৷ আর সেকারণেই তিনি চেন্নাই সফর বাতিল করেছেন বলে খবর ৷ জানা গিয়েছে, ভাঙড়ের মতো ক্যানিংয়ের বিস্তির্ণ এলাকাতেও চলছে দেদার বোমাবাজি ৷ বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, ক্যানিং-সহ একাধিক জায়গায় প্রথমে তাদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দিয়েছে শাসকদল তৃণমূল ৷ এরপর যারা মনোনয়ন দিতে পেরেছেন তাদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে ৷ এই অবস্থায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট হওয়া অসম্ভব বলেও রাজ্যপালের কাছে অভিযোগ করেন বিজোপি রাজ্য সভাপতি ৷ আর সেই অভিযোগের পরই এবার ক্যানিংয়ে যাচ্ছেন তিনি ৷

Last Updated : Jun 17, 2023, 6:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details