কলকাতা, 20 জুন:হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় বাহিনী ঠেকাতে কোনও আদালতেই গুরুত্ব পায়নি রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের যুক্তি ৷ মঙ্গলবার শীর্ষ আদালতের নির্দেশের পর স্পষ্ট হয়েছে যে এবার পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়েই করতে হবে কমিশনকে ৷ রাজ্যের প্রতি জেলায় 1 কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। এই হিসেবেই কেন্দ্রের কাছে বাহিনী চাই রাজ্য নির্বাচন কমিশন । এক কোম্পানিতে 80 থেকে 90 জন মতো জওয়ান থাকেন।
কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, প্রতি জেলায় 1 কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হলেও স্পর্শকাতর ও উত্তেজনাপ্রবণ এবং অতি সংবেদনশীল যেসব জায়গা রয়েছে, সেই সব অঞ্চলের জন্য বাড়তি কোম্পানি চাওয়া হতে পারে । এছাড়াও স্ট্রং রুমের জন্যও কেন্দ্রীয় বাহিনী রাখার ভাবনা রয়েছে রাজ্য নির্বাচন কমিশনের । তাই কেন্দ্রীয় বাহিনী কীভাবে মোতায়েন করা হবে, তা নিয়ে দফায় দফায় বৈঠকের পর কেন্দ্রীয় বাহিনীর জন্য স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লেখে কমিশন ৷ কমিশনের আবেদন পেয়েই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশিকা জারি করে স্বরাষ্ট্রমন্ত্রক।
প্রতি জেলায় 1 কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। সারা রাজ্যে মোট 22 কোম্পানি বাহিনী মোতায়ন করা হবে। এই মোট সংখ্যার মধ্যে 8 কোম্পানি বিএসএফ, 6 কোম্পানি সিআরপিএফ, 4 কোম্পানি এসএসবি এবং 4 কোম্পানি আইটিবিপি বাহিনী মোতায়েন করা হবে। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে সমস্ত ব্লু প্রিন্ট তৈরি করবে আইজি বিএসএফ (কলকাতা) এস সি বুডাকোটি ৷
আরও পড়ুন:পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশই বহাল সুপ্রিম কোর্টে, খারিজ রাজ্যের আবেদন