কলকাতা, 9 জুন:পঞ্চায়েত নির্বাচনে রাজ্য পুলিশের উপরেই আস্থা রাখছে রাজ্য নির্বাচন কমিশন ৷ তবে 2018-এর তুলনায় অনেকটাই বেড়েছে রাজ্যে পঞ্চায়েতের বুথের সংখ্য়া ৷ সুতরাং নিরাপত্তা কর্মীদের সংখ্য়াও সেই আনুপাতিক হারে বাড়াতে হবে ৷ আর এখানেই উঠছে একাধিক প্রশ্ন ৷ যে পরিমাণ বুথ বেড়েছে তার জন্য প্রয়োজনীয় সংখ্যক পুলিশ কি রয়েছে রাজ্যের হাতে ? গতবারের মতো কি এবারও ভিন রাজ্যের পুলিশ দিয়ে সেই ঘাটতি পূরণ করবে কমিশন ? যদিও সেইসব প্রশ্নের কোনও সদুত্তর এদিনও মিলল না রাজ্য় নির্বাচন কমিশনের তরফে ৷ তবে ঠারেঠোরে এদিনও কমিশন বুঝিয়ে দিয়েছে রাজ্য পুলিশের উপরেই আস্থা রাখছে তারা ৷
পঞ্চায়েত নির্বাচন নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। নির্বাচন ঘোষণা হওয়ার পরই তারা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর পাশাপাশি মনোনয়নের জন্য সময় বাড়ানোর দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কংগ্রেস, বিজেপি । কিন্তু এই অবস্থায় চুপ করে বসে নেই রাজ্য নির্বাচন কমিশনও ৷ শুক্রবার জেলাশাসকদের সঙ্গে বৈঠকের পর রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর সঙ্গেও বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা । মূলত আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়েই তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে ৷ প্রসঙ্গত, নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই বিরোধীরা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবিতে সরব হয়েছিল । তবে কমিশন সূত্রে খবর, রাজ্য পুলিশের উপরেই আস্থা রাখতে চাইছে তারা ৷