কলকাতা, 17 জুন: পঞ্চায়েত ভোটের স্ক্রুটিনি পর্ব শেষ হল নির্বিঘ্নে ৷ একদিনের স্ক্রুটিনি পর্বের শেষে এমনটাই দাবি করল রাজ্য নির্বাচন কমিশন ৷ একই সঙ্গে, কমিশন সূত্রে দাবি করা হয়েছে, শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্রের ঝাড়াই-বাছাইয়ের কাজও। তবে বিরোধীরা অবশ্য স্ক্রুটিনি নিয়েও একাধিক অভিযোগ তুলেছে ৷ এমনকী রাজ্যপালের দরবারেও অভিযোগ জানানো হয়েছে ৷ তাতে অবশ্য ভাবিত নয় কমিশন ৷ তাদের রিপোর্ট অনুযায়ী একেবারেই ঝামেলাবিহীন হয়েছে মনোনয়নের স্ক্রুটিনি ৷
গত পাঁচদিনের মনোনয়ন পর্বে রাজ্য জুড়ে হিংসা, হানাহানি এবং চরম বিশৃঙ্খলার ছবি দেখা গিয়েছে ৷ এরপর স্ক্রুটিনি পর্ব নিয়েও অবশ্য অভিযোগ করেছে বিজেপি-সহ বিরোধীরা ৷ কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের দাবি, স্ক্রুটিনি পর্বে কোনও সমস্যা হয়নি ৷ শান্তিপূর্ণভাবেই সবটা মিটেছে বলে দাবি রাজ্য নির্বাচন কমিশনের। একদিকে যখন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে মুহুর্মুহু বোমা পড়ছে ৷ এমনকী গুলিও চলছে ৷ টানা পাঁচদিনের মনোনয়নেই মৃত্যু হয়েছে পাঁচজনের ৷ এই পরিস্থিতিতে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাওয়া তথ্য অনুসারে মাত্র 72টি বোমা উদ্ধার হয়েছে বলে জানানো হয়েছে। মনোনয়ন পর্ব শেষে স্ক্রুটিনি পর্বও শেষ হয়েছে, তবে এখনও পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনের তরফে মৃতের সংখ্যা সম্পর্কিত কোনও তথ্য জানান হয়নি কমিশনের পক্ষ থেকে। এক্ষেত্রে কমিশনের দাবি, জেলা পুলিশ-প্রশাসনের তরফে রাজ্য নির্বাচন কমিশনকে যে তথ্য পাঠানো হয়েছে সেই অনুসারেই তারা রিপোর্ট তৈরি করেন ৷