কলকাতা, 20জুন : কেন্দ্রীয় সরকারের কয়লাখনি বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদ ছাত্র পরিষদের । আজ কলকাতায় কোল ইন্ডিয়ার দপ্তরের সামনে ছাত্র পরিষদের সদস্যরা বিক্ষোভ দেখান । পোড়ানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল । এই প্রতিবাদের জেরে যান চলাচলে ব্যাঘাত ঘটে । ঘটনাস্থানে আসে পুলিশ । পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।
কয়লাখনির বেসরকারিকরণের প্রতিবাদে প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ ছাত্র পরিষদের - Chhatra Parishad demonstrates
কয়লাখনির বেসরকারিকরণের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ ছাত্র পরিষদের । এই বিক্ষোভের জেরে যান চলাচল ব্যাহত হয় । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ বলেন, "বিজয় মালিয়া, ললিত মোদির পথেই কি হাঁটতে চাইছেন দেশের প্রধানমন্ত্রী ? প্রধানমন্ত্রী ব্যর্থ এবং অপদার্থ । কোরোনা ভাইরাসের এই প্যানডেমিক পরিস্থিতিতে তিনি 41টি কয়লা খনির বেসরকারিকরণ করতে চলেছেন । আমাদের আশঙ্কা, COVID-19-এর জন্য PM কেয়ারের হাজার হাজার কোটি টাকা লুট করে তিনি বিদেশে পাঠিয়ে দেবেন । কোল ইন্ডিয়া বেসরকারিকরণের পর সেখান থেকে টাকা লুট করে বাইরে পালাতে দেওয়া হবে না প্রধানমন্ত্রীকে । তার প্রতিবাদে আজ আমাদের বিক্ষোভ ।"