রাজ্যপালের দ্বারস্থ বিজেপি কলকাতা, 27 এপ্রিল: কালিয়াগঞ্জে রাজবংশী সম্প্রদায়ের নাবালিকাকে ধর্ষণ, বিজেপি কর্মীকে গুলি করে খুন-সহ কালিয়াগঞ্জ জুড়ে পুলিশি জুলুমের অভিযোগ তুলে 12 ঘণ্টার উত্তরবঙ্গ বনধ ডেকেছে বিজেপি। পাশাপাশি রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে এই অভিযোগ তুলে বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করল বিজেপির এক প্রতিনিধি দল ৷ পরে রাজভবন থেকে বেরিয়ে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করল বিজেপি নেতৃত্ব ৷
কিশোরীকে নির্যাতন করে হত্যার অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল কালিয়াগঞ্জ। আর সেই উত্তাপ কিছুটা প্রশমিত হতে না হতেই আবারও এদিন এক বিজেপি কর্মীর পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আবারও নতুন করে অশান্তি ছড়ায় কালিয়াগঞ্জে। ঘটনার জেরে ইন্টারনেটও বন্ধ করে দেয় জেলা পুলিশ ৷ এরপরই রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ জানিয়ে বিজেপির এক প্রতিনিধিদল এদিন রাজ্যপালের দ্বারস্থ হয়। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, বিধায়ক মনোজ টিগ্গা এবং বিজেপি নেতা রাহুল সিনহা এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করেন। রাহুল সিনহা জানান, ওখানকার পরিস্থিতি সম্বন্ধে রাজ্যপালকে তাঁরা অবগত করেছেন। পাশাপাশি নাবালিকার মৃত্যুতে সিবিআই তদন্তেরও দাবি জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে।
অন্যদিকে বুধবার বিজেপি কর্মী মৃত্যুঞ্জয় বর্মনের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনারও সিবিআই তদন্ত চাওয়া হয়েছে বিজেপির তরফে। সেই সঙ্গে, বিজেপির দাবি, পুলিশ অফিসার মোজাম্মেল হোসেন যিনি গুলি চালিয়েছিলেন বলে অভিযোগ তাঁকেও গ্রেফতার করতে হবে বলে রাজ্যপালের কাছে এদিন দাবি জানায় বিজেপি। এই ঘটনার সঙ্গে মুখ্যমন্ত্রীর যোগ রয়েছে বলেও অভিযোগ করেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। তিনি আরও অভিযোগ করে বলেন, "হত্যাকারীকে গ্রেফতার করার কোনও গরজ প্রশাসনের নেই। কিন্তু এই সুযোগে বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালানো হচ্ছে। এমনকী সাধারণ মানুষের উপরেও অত্যাচার চালাচ্ছে পুলিশ।"
পাশাপাশি অগ্নিমিত্রা পল জানান, এই ঘটনাগুলির দায় মমতা বন্দ্যোপাধ্যায়েকেই নিতে হবে। মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর সম্পূর্ণ দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে বলেও জানান বিজেপি বিধায়ক। তিনি বলেন, "150 জন বিজেপি কার্যকর্তাদের গ্রেফতার করা হয়েছে। তৃণমূল উদেশ্যপ্রণোদিত ভাবে টার্গেট করে বিজেপি কর্মীদের বাড়ি থেকে তুলে আনছে। বিশেষ করে রাজবংশীদের টার্গেট করা হচ্ছে। মুখ্যমন্ত্রী রাজবংশী ভোট না পেয়ে এই নাটক করছেন।" তিনি আরও বলেন, "নাবালিকার ধর্ষণকারী ওখানকার পঞ্চায়েতে গিয়ে আত্মসমর্পণ করে। পুলিশের সাহায্যে এই মামলাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। আজ ওই ধর্ষণকারী গ্রেফতার হয়েছে। তারপরও সরকার কী করে বলতে পারে যে মেয়েটি বিষ খেয়ে মারা গেছে !"
আরও পড়ুন: মোদিকে বিষধর সাপ বলে বিপাকে কংগ্রেস সভাপতি, সমালোচনায় বিজেপি