কলকাতা, 1 ফেব্রুয়ারি: কো-উইন পোর্টালে সমস্যার কারণে লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারছে না রাজ্যের কোভিড-19 ভ্যাকসিনেশন । এই সমস্যা সত্ত্বেও কোভিড-19 ভ্যাকসিনেশনে দেশে তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ । এমনই জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর । উল্লেখ্য, সরকারি কো-উইন পোর্টালে নাম নথিভুক্ত করার পরই ভ্যাকসিন নিতে পারেন স্বাস্থ্যকর্মীরা ৷
গত 16 জানুয়ারি থেকে আপৎকালীন পরিস্থিতির কারণে দেশজুড়ে শুরু হয়েছে কোভিড-19-এর ভ্যাকসিনেশন। প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের দেওয়া হচ্ছে এই ভ্যাকসিন । আপৎকালীন পরিস্থিতিতে এদেশে এখনও পর্যন্ত কোভিড-19-এর দুটি ভ্যাকসিন কোভিশিল্ড এবং কোভ্যাকসিন দেওয়া হচ্ছে । এ রাজ্যে এখনও পর্যন্ত 11 দিন ভ্যাকসিন দেওয়া হয়েছে সরকারি এবং বেসরকারি বিভিন্ন সেন্টারে । 30 জানুয়ারি রাজ্যের কোভিড-19-এর ভ্যাকসিনেশনের একাদশ দিনে 367টি সেন্টারে ভ্যাকসিন দেওয়া হয়েছে । প্রতিটি সেন্টারে 100 জন করে এই একাদশ দিনে মোট 36700 জনকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নিয়েছিল স্বাস্থ্য দপ্তর । তবে, শেষ পর্যন্ত এই একাদশ দিনে লক্ষ্যমাত্রার মাত্র 57 শতাংশ ক্ষেত্রে কোভিড-19 এর ভ্যাকসিনেশন সম্ভব হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে।
রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, কো-উইন পোর্টালে সমস্যার কারণে কোভিড-19 এর ভ্যাকসিনেশনে লক্ষ্যমাত্রায় পৌঁছনো সম্ভব হচ্ছে না। এই ধরনের পরিস্থিতির মধ্যে একাদশ দিনে 36,700 জনের মধ্যে 20,767 জনকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে । অন্যদিকে কো-উইন পোর্টালের সমস্যা রয়েই গিয়েছে । এদিকে, এগারোতম দিন মিলিয়ে রাজ্যে কোভিড-19-এর ভ্যাকসিনেশনে লক্ষ্যমাত্রার 71 শতাংশ ক্ষেত্রে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে । এই 11 দিনে রাজ্যে মোট 3,40,972 জন স্বাস্থ্যকর্মীকে ভ্যাকসিন দেওয়ার জন্য পরিকল্পনা নিয়েছিল স্বাস্থ্য দপ্তর । যদিও 2,42,574 জন স্বাস্থ্যকর্মীকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব না হলেও ভ্যাকসিনেশন ভালোভাবেই চলছে ৷
করোনার টিকাকরণে দেশে তিন নম্বরে রাজ্য - কো-উইন পোর্টাল
কো-উইন পোর্টালের সমস্যা রয়েই গিয়েছে ৷ তা সত্ত্বেও কোরোনার টিকাকরণে দেশের মধ্যে তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ ৷ জানাল রাজ্যের স্বাস্থ্য দপ্তর ৷
ভ্যাক্সিনেশনের পর স্বাস্থ্যকর্মী
রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেন, "কোভিড-19-এর ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে প্রতি সেশনের নিরিখে দেশের মধ্যে আমাদের রাজ্য তিন নম্বর স্থান দখল করেছে।"
কো-উইন পোর্টালের সমস্যা দূর হলে রাজ্যে কোভিড-19-এর ভ্যাকসিনেশনের হার বাড়বে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা।