কলকাতা, 28 ডিসেম্বর : স্কুল পড়ুয়াদের ব্যাঙ্কের অ-আ-ক-খ শেখানোর উদ্যোগ নিল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর । সপ্তম শ্রেণির স্বাস্থ্য ও শরীরশিক্ষা পাঠ্যপুস্তকের নতুন সংস্করণে যুক্ত করা হয়েছে এই সংক্রান্ত একটি অধ্যায়। সেখানে কী করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে টাকা লেনদেন করতে হয়, সেই সম্পর্কে বলা হয়েছে । আগামী শিক্ষাবর্ষেই পড়ুয়াদের কাছে পৌঁছে যাবে এই বইয়ের নতুন সংস্করণটি ।
পড়ুয়াদের ব্যাঙ্কের অ-আ-ক-খ শেখাবে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর - পড়ুয়াদের ব্যাঙ্কের প্রাথমিক পাঠ দেবে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর
স্কুল পড়ুয়াদের জন্য একাধিক প্রকল্প ও স্কলারশিপ প্রোগ্রাম রয়েছে রাজ্য সরকারের । সেই প্রকল্পগুলির জন্য পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা জরুরি ।
স্কুল পড়ুয়াদের জন্য একাধিক প্রকল্প ও স্কলারশিপ প্রোগ্রাম রয়েছে রাজ্য সরকারের । সেই প্রকল্পগুলির জন্য পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা জরুরি । তাই ফিজিক্যাল এডুকেশনের অধীনে এবার ব্যাঙ্কের শিক্ষাও দিতে সচেষ্ট হয়েছে স্কুল শিক্ষা দপ্তর । যাতে ছোটোবেলা থেকেই পড়ুয়াদের মধ্যে এই বিষয়ে সাধারণ একটি ধারণা তৈরি হয় । কী কী থাকছে এই অধ্যায়ে ? সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার বলেন, "কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আমরা জানাতে চেয়েছি । দুই তিন পাতার একটা অধ্যায় থাকছে । একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, কীভাবে টাকা লেনদেন করতে হয়, কীভাবে টাকা এলে তুলতে হয় সেসব থাকছে ।"
ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে কী কী নথি প্রয়োজন হয়, IFSC কোডের সম্পূর্ণ নাম কী, কেন তা ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে জরুরি, কীভাবে টাকা জমা করতে হয়, কীভাবে কেউ টাকা পাঠালে তা তুলতে হয় ইত্যাদি বিষয়ে জানানো হয়েছে এই অধ্যায়ে । ব্যাঙ্কের সম্পর্কে এই অধ্যায় পাঠ্যক্রমে যুক্ত করার উদ্দেশ্য নিয়ে অভীক মজুমদার বলেন, "অনেকগুলি প্রকল্পের টাকা ব্যাঙ্কের মাধ্যমে দেয় রাজ্য সরকার । কন্যাশ্রী, শিক্ষাশ্রীর মতো প্রকল্পের জন্য তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে ভালো । তাই পড়ুয়াদের সুবিধার জন্য আমরা এটা করেছি ।" স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, আগামীদিনে ব্যাঙ্ক সম্পর্কিত সাইবার ক্রাইম নিয়েও কীভাবে পড়ুয়াদের সচেতন করা যায় তার জন্যও ভাবনাচিন্তা করা হচ্ছে ।
TAGGED:
রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর