পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Corona in Bengal : দৈনিক সংক্রমণ সাড়ে সাতশোর উপরেই, কমল মৃত্যু - গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 771 জন

আগের দিনের তুলনায় রাজ্যে সামান্য বাড়ল করোনার সংক্রমণ ৷ কমেছে মৃত্যু ৷ কলকাতায় মৃত্যু হয়েছে 1 জনের ৷ সংক্রামিত 155 জন ৷ উত্তর 24 পরগনায় মৃত্যু হয়েছে 5 জনের ৷ সংক্রামিত 143 জন ৷

Corona in Bengal
দৈনিক সংক্রমণ সাড়ে সাতশোর উপরেই, কমল মৃত্যু

By

Published : Oct 7, 2021, 8:28 PM IST

কলকাতা, 7 অক্টোবর : পুজোর আগে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ সাড়ে সাতশোর উপরেই রইল আজ ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 771 জন ৷ আগের দিন যা ছিল 786 জন ৷ তবে কমেছে মৃত্যু ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 13 জনের ৷ আগের দিন মৃত্যু হয়েছিল 15 জনের ৷ আজ পর্যন্ত রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা 15 লাখ 74 হাজার 17 জন ৷ গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 756 জন ৷ সবমিলিয়ে করোনা থেকে সেরে উঠেছেন 15 লাখ 47 হাজার 548 জন ৷

এখন সক্রিয় রোগীর সংখ্যা 7 হাজার 593 জন ৷ এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 18 হাজার 876 জনের ৷ আজ 35 হাজার 113 জনের নমুনা পরীক্ষা হয়েছে ৷ আজ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 1 কোটি 83 লাখ 97 হাজার 463 জনের ৷ আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 3 লাখ 9 হাজার 980 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 77 হাজার 820 জন ৷ সবমিলিয়ে রাজ্যে মোট 4 কোটি 33 লাখ 94 হাজার 70 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন মোট 1 কোটি 73 লাখ 63 হাজার 939 জন ৷

আরও পড়ুন: ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ, 22 হাজারে পৌঁছল আক্রান্তের সংখ্যা

জেলাগুলির মধ্যে গত 24 ঘণ্টায় কলকাতায় 1 জনের মৃত্যু হয়েছে এবং উত্তর 24 পরগনায় 5 জন মারা গিয়েছেন ৷ নদিয়া, দক্ষিণ 24 পরগনা এবং হুগলি জেলায় মারা গিয়েছেন 2 জন করে ৷ দার্জিলিং জেলায় মারা গিয়েছেন 1 জন ৷

ABOUT THE AUTHOR

...view details