কলকাতা, 30 সেপ্টেম্বর : রাজ্যে প্রায় একই রইল সংক্রমণ ও মৃত্যু ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 749 জন ৷ আগের দিন যা ছিল 748 জন ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 15 জনের ৷ আগের দিন মৃত্যু হয়েছিল 14 জনের ৷ আজ পর্যন্ত রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা 15 লাখ 69 হাজার 70 জন ৷ গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 744 জন ৷ সবমিলিয়ে করোনা থেকে সেরে উঠেছেন 15 লাখ 42 হাজার 707 জন ৷
এখন সক্রিয় রোগীর সংখ্যা 7 হাজার 570 জন ৷ এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 18 হাজার 793 জনের ৷ আজ 39 হাজার 477 জনের নমুনা পরীক্ষা হয়েছে ৷ আজ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 1 কোটি 81 লাখ 45 হাজার 661 জনের ৷ আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 3 লাখ 81 হাজার 505 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 1 লাখ 17 হাজার 513 জন ৷ সবমিলিয়ে রাজ্যে মোট 4 কোটি 6 লাখ 97 হাজার 226 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন মোট 1 কোটি 65 লাখ 20 হাজার 139 জন ৷