কলকাতা, 18 অক্টোবর : রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ফের বাড়ল ৷ সোমবার রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 690 জন ৷ আগের দিন যা ছিল 624 ৷ এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন 194 জন, উত্তর 24 পরগনায় 103 জন ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় মৃত্যু হয়েছে 2 জনের, উত্তর 24 পরগনায় 3 জনের৷ হাওড়ায় মারা গিয়েছেন 2 জন, হুগলিতে 2 জন ৷ নদিয়ায় 2 জন ও উত্তর দিনাজপুরে একজনের মৃত্যু হয়েছে ৷
গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 12 জনের ৷ আগের দিন মৃত্যু হয়েছিল 14 জনের৷ আজ পর্যন্ত রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা 15 লাখ 81 হাজার 220 জন৷ গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 683 জন ৷ সবমিলিয়ে করোনা রাজ্যে থেকে সেরে উঠেছেন 15 লাখ 54 হাজার 815 জন৷ এখন সক্রিয় রোগীর সংখ্যা 7 হাজার 416 জন৷ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 18 হাজার 989 জনের৷