পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

corona in bengal : স্বস্তি দিয়ে রাজ্যে সংক্রমণ কমে ছ'শোর ঘরে, কলকাতাতে আক্রান্ত 200-র নিচে - WEST BENGAL REGISTERS 670 NEW COVID-19 CASES

গত 24 ঘণ্টায় রাজ্যে মোট করোনায় আক্রান্ত হয়েছেন 670 জন ৷ আগের দিন যা ছিল 763 ৷ এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন 181 জন, উত্তর 24 পরগনায় 126 জন ৷ গতকাল অর্থাৎ শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী কলকাতায় আক্রান্তের সংখ্যা ছিল 203 জন ৷

corona in bengal
স্বস্তি দিয়ে রাজ্যে সংক্রমণ কমে ছ'শোর ঘরে, কলকাতাতেও কমল সংক্রমণ

By

Published : Nov 6, 2021, 7:41 PM IST

কলকাতা, 5 নভেম্বর : স্বস্তি দিয়ে রাজ্যে এদিনও কমল দৈনিক করোনা সংক্রমণ ৷ শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে মোট করোনায় আক্রান্ত হয়েছেন 670 জন ৷ আগের দিন যা ছিল 763 ৷ এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন 181 জন, উত্তর 24 পরগনায় 126 জন ৷ গতকাল অর্থাৎ শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী কলকাতায় আক্রান্তের সংখ্যা ছিল 203 জন ৷

তবে গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 14 জনের ৷ যা গতদিনের তুলনায় এক বেশি ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় 4 জন, দক্ষিণ 24 পরগনায় 3 জন, উত্তর 24 পরগনা এবং পূর্ব বর্ধমানে 2 জন, হুগলি, বীরভূম এবং দার্জিলিংয়ে মারা গিয়েছেন 1 জন করে ৷ শনিবার পর্যন্ত রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা 15 লাখ 97 হাজার 765 জন ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 764 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 15 লাখ 70 হাজার 521 জন ৷ এখনও রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 8 হাজার 29 জন ৷ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 19 হাজার 215 জনের ৷

আরও পড়ুন :চিংড়িহাটা মোড়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু

এদিন 30 হাজার 281 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 1 কোটি 94 লাখ 39 হাজার 378 ৷ আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 2 লক্ষ 42 হাজার 641 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 1 লক্ষ 51 হাজার 54 জন ৷ সব মিলিয়ে রাজ্যে মোট 5 কোটি 81 লাখ 63 হাজার 981 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 2 কোটি 24 লাখ 79 হাজার 535 জন ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details