কলকাতা, 29 অগস্ট : রাজ্যে সামান্য কমল করোনার দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 650 জন ৷ গতকাল যে সংখ্যা ছিল 661 ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে 6 জনের ৷ গতকাল মৃত্যু হয়েছিল 7 জনের ৷
রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 15 লাখ 47 হাজার 548 ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 683 জন ৷ সবমিলিয়ে সুস্থের সংখ্যা 15 লাখ 20 হাজার 55 ৷ রাজ্যে মোট মৃতের সংখ্যা 18 হাজার 423 ৷ এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা 9 হাজার 70 জন ৷