কলকাতা, 19 ডিসেম্বর : রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ প্রায় একই রইল ৷ রবিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 565 জন ৷ আগের দিন যা ছিল 556 জন ৷ এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন 174 জন, উত্তর 24 পরগনায় 104 জন ৷
অন্যদিকে, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন (Died of Corona in Bengal) 9 জন ৷ যা আগের দিনের তুলনায় 1 জন বেশি ৷ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 19 হাজার 669 জনের ৷ রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা 16 লাখ 27 হাজার 076 জন ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 568 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 15 লাখ 99 হাজার 918 জন ৷ আজ পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 7 হাজার 489 জন ৷