পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Corona Update in Bengal : চোখ রাঙাচ্ছে করোনা, সংক্রমণ 300'র দোরগোড়ায় - Corona Positivity Rate in Bengal

এখনও কাটেনি করোনা আতঙ্ক ৷ ফের রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা (Corona Update in Bengal)৷ বিশেষজ্ঞরা বারবার সতর্কতা মেনে চলার পরামর্শ দিচ্ছেন ৷ বাইরে গেলে মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহারের পুরনো অভ্যাস আবার চালু করার কথা বলছেন তাঁরা ৷

bengals covid update
বঙ্গে করোনার গতিবিধি

By

Published : Jun 17, 2022, 9:00 PM IST

কলকাতা, 17 জুন :গত 24 ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 295 জন (West Bengal Registers 295 New Covid Cases in Last 24 Hours)৷ শুক্রবার স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যানে এই তথ্য দেওয়া হয়েছে ৷ বৃহস্পতিবার যা ছিল 198 জন ৷ একদিনে 100 জন বেড়ে আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল 295 জনে ৷

বেড়েছে সংক্রমণের হারও ৷ শুক্রবার সংক্রমণের হার বেড়ে হয়েছে 2.62 শতাংশ ৷ আগের দিন যা ছিল 2.26 শতাংশ (Corona Positivity Rate in Bengal) ৷ যদিও স্বস্তির খবর এটাই যে, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে কেউ প্রাণ হারাননি ৷

রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 21 হাজার 207 জনের ৷ মোট সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20 লাখ 21 হাজার 267 ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 63 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 19 লাখ 98 হাজার 654 জন ৷ গত চব্বিশ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে 11 হাজার 258 জনের ৷ আগের দিন নমুনা পরীক্ষা করা হয়েছিল 8 হাজার 749 জনের৷ সুতরাং, নমুনা পরীক্ষার সংখ্যা বাড়তেই ফের একধাক্কায় প্রায় 100 জন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল তা বলাই যায় ৷

শুক্রবার রাজ্যে মোট 51 হাজার 361 জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট 7 কোটি 25 লাখ 35 হাজার 302 জনকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ পেয়েছেন 6 কোটি 30 লাখ 60 হাজার 504 জন ৷ রাজ্যে বুস্টার ডোজ পেয়েছেন 32 লাখ 41 হাজার 784 জন ৷

আরও পড়ুন :Corona Vaccine: শিশু-নাবালকদের জন্য নিরাপদ কোভ্যাক্সিন, জানাল ভারত বায়োটেক

ABOUT THE AUTHOR

...view details