কলকাতা, 2 ফেব্রুয়ারি : বেশ কয়েকদিন ধরে রাজ্যে করোনা সংক্রমণের হার নিম্নমুখী ৷ তবে বুধবারের প্রকাশিত বুলেটিনে দেখা গেল, আগের দিনের চেয়ে বেড়েছে সংক্রমণ ৷ বেড়েছে সংক্রমণের হার ৷ বুধবার স্বাস্থ্য দফতর প্রকাশিত তথ্য অনুযায়ী, সংক্রমণের হার বেড়ে হয়েছে 4.61 শতাংশ ৷ মঙ্গলবার এই হার ছিল 4.09 শতাংশ ৷ অন্যদিকে, রাজ্যে গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 2 হাজার 723 জন ৷ আগের দিন যা ছিল 2 হাজার 14 জন ৷ রাজ্যে গত চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 35 জনের (Died of Corona in Bengal) ৷
রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 20 হাজার 687 জনের ৷ রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা বেড়ে হয়েছে 20,00,253 ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 2 হাজার 950 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 19 লাখ 57 হাজার 686 জন ৷ আজ পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 21 হাজার 880 জন ৷