পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Corona Update in Bengal : ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যু - পশ্চিমবঙ্গে করোনার আপডেট

স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় 23 হাজার 467 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ বেড়েছে মৃতের সংখ্যাও (Corona Update in Bengal) ৷

Corona Update in Bengal
বাংলায় করোনা

By

Published : Jan 13, 2022, 8:26 PM IST

Updated : Jan 13, 2022, 8:41 PM IST

কলকাতা, 13 জানুয়ারি : রাজ্যে ফের বাড়ল সংক্রমণ (west bengal covid update) ৷ বুধবার স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় 23 হাজার 467 জন করোনা আক্রান্ত হয়েছেন ৷ আগের দিন যা ছিল 22 হাজার 155 জন ৷

এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন 6 হাজার 768 জন ৷ বেড়েছে মৃতের সংখ্যাও ৷ গত চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 26 জনের ৷ আগের দিন মৃতের সংখ্যা ছিল 23 ৷ স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী বাংলায় কোভিড সংক্রমণের বেড়ে হয়েছে 32.13 শতাংশ ৷ বুধবার যা ছিল 30.86 শতাংশ ৷

রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 19 হাজার 985 জনের ৷ করোনা আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় কলকাতায় প্রাণ হারিয়েছেন 6 জন ৷ উত্তর 24 পরগনায়, হাওড়া ও হুগলিতে মৃত্যু হয়েছে 4 জনের৷ দক্ষিণ 24 পরগনা ও মালদায় যথাক্রমে 2 জন ও দার্জিলিং, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম বর্ধমানে 1 জন করে প্রাণ হারিয়েছেন (Corona Update in Bengal) ৷

রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা 18 লাখ 41 হাজার 52 জন ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 8 হাজার 139 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 16 লাখ 89 হাজার 514 জন ৷ আজ পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 1 লক্ষ 31 হাজার 553 জন ৷ আজ 73 হাজার 43 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 2 কোটি 21 লাখ 35 হাজার 925 ৷

আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 1 লক্ষ 38 হাজার 745 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 3 লক্ষ 8 হাজার 613 জন ৷ সব মিলিয়ে রাজ্যে মোট 6 কোটি 72 লাখ 65 হাজার 860 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 4 কোটি 37 লাখ 61 হাজার 797 জন ৷ বুস্টার ডোজ নিয়েছেন 1 লক্ষ 22 হাজার 977 জন ৷

আরও পড়ুন :Corona Update in India : সংক্রমণ বাড়ল 27 শতাংশ, একদিনে দেশে আক্রান্ত প্রায় আড়াই লক্ষ !

Last Updated : Jan 13, 2022, 8:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details