কলকাতা, 12 জানুয়ারি : এক সপ্তাহ পর গতকাল রাজ্যে কমেছিল সংক্রমণের হার ৷ 24 ঘণ্টার মধ্যে ফের বাড়ল সংক্রমণ ৷ বুধবার স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় 22 হাজার 155 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ আগের দিন এই সংখ্যাটা ছিল 21 হাজার 98 ৷ এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন 7 হাজার 60 জন ৷ বেড়েছে মৃতের সংখ্যাও ৷ গত চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 23 জনের ৷ স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী বাংলায় কোভিড সংক্রমণের হার কমে হয়েছে 30.86 শতাংশ ৷ মঙ্গলবার যা ছিল 32.35 শতাংশ ৷
রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 19 হাজার 959 জনের ৷ করোনা আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় কলকাতায় প্রাণ হারিয়েছেন 7 জন ৷ উত্তর 24 পরগনায় মৃত্যু হয়েছে 8 জনের ৷ উত্তর দিনাজপুর ও হাওড়ায় যথাক্রমে 2 জন করে প্রাণ হারিয়েছেন ৷ দক্ষিণ 24 পরগনায় মৃত্যু হয়েছে 1 জনের (Corona Update in Bengal) ৷