কলকাতা, 31 জানুয়ারি : রবিবার নমুনা পরীক্ষা কম হতেই সোমবার রাজ্যে কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৷ এদিন স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 1 হাজার 910 জন ৷ আগের দিন যা ছিল 3 হাজার 427 জন ৷
গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 36 জনের (Died of Corona in Bengal) ৷ তবে রবিবারের তুলনায় রাজ্যে কোভিড সংক্রমণের হার সামান্য কমেছে ৷ রবিবার যা ছিল 6 শতাংশ, সোমবার তা কমে দাঁড়িয়েছে 5.49 শতাংশে ৷
করোনা আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় কলকাতায় মৃত্যু হয়েছে 5 জনের ( 5 Died of Corona in Kolkata) ৷ উত্তর 24 পরগনায় প্রাণ হারিয়েছেন 13 জন ৷ নদিয়ায় 3 ও বীরভূমে 4 জনের মৃত্যু হয়েছে ৷ পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও দক্ষিণ 24 পরগনায় 2 জন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে ৷ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে 1 জন করে প্রাণ হারিয়েছেন ৷
আরও পড়ুন :COVID can remain active for over 7 months: আক্রান্ত হওয়ার পর 7 মাস শরীরে থেকে যেতে পারে কোভিড : রিপোর্ট
রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা বেড়ে হয়েছে 19 লাখ 95 হাজার 516 ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 7 হাজার 727 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 19 লাখ 49 হাজার 188 জন ৷
আজ পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 25 হাজার 709 জন ৷ আজ 34 হাজার 817 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ গতকাল যে সংখ্যাটা ছিল 57 হাজার 85 জন ৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 2 কোটি 32 লাখ 18 হাজার 59 ৷
আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 5 হাজার 63 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 64 হাজার 994 জন৷ সব মিলিয়ে রাজ্যে মোট 6 কোটি 89 লাখ 73 হাজার 339 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 5 কোটি 2 লাখ 77 হাজার 366 জন ৷
আরও পড়ুন :Corona Update in India : দেশে সংক্রমণ কমলেও বাড়ল সংক্রমণের হার ও মৃত্যু