কলকাতা, 4 ফেব্রুয়ারি : রাজ্যে নিম্নমুখী করোনা সংক্রমণ ৷ শুক্রবার বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত তথ্য অনুযায়ী, রাজ্যে গত 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কমে হয়েছে 1 হাজার 523 জন ৷ আগের দিন যা ছিল 1 হাজার 916 জন ৷ তবে গত দু'দিন ধরে রাজ্যে নমুনা পরীক্ষা কম হচ্ছে ৷ আগের দিন সংখ্যাটা ছিল 48 হাজার 681 জন ৷ আজকের বুলেটিনে সেই সংখ্যাটা বেড়েছে সামান্য ৷ গত 24 ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে 49 হাজার 152 জনের (Corona Update in Bengal) ৷
তবে সংক্রমণের হার কমে হয়েছে 3.10 শতাংশ ৷ আগের দিন যা ছিল 3.94 শতাংশ ৷ রাজ্যে গত চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 35 জনের (Died of Corona in Bengal) ৷ যা আগের দিনের তুলনায় একটি কম ৷
রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 20 হাজার 758 জনের ৷ রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা বেড়ে হয়েছে 20 লাখ 3 হাজার 692 ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 2 হাজার 421 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 19 লাখ 62 হাজার 721 জন ৷ আজ পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 20 হাজার 213 জন ৷