কলকাতা, 19 মে : রাজ্যে করোনায় দৈনিক মৃত্যুর রেকর্ড ৷ এই প্রথম বঙ্গে একদিনের মৃতের সংখ্যা ছাড়াল দেড়শোর গণ্ডি ৷ গতকালের থেকে দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও মৃত্যুর সংখ্যা বাড়ায় উদ্বেগ বাড়ছে ৷
গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন 157 জন ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 145 ৷ মৃতের সংখ্যা বাড়লেও কিছুটা কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ যদিও তা 19 হাজারের উপরেই রয়েছে ৷ একদিনে রাজ্য করোনায় আক্রান্ত হয়েছেন 19 হাজার 6 জন ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 19 হাজার 428 ৷ পাশাপাশি আশা জোগাচ্ছে সুস্থতার হার ৷ গতকালের থেকে সুস্থতার হার সামান্য বেড়েছে ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে আক্রান্তের চেয়ে সুস্থতার সংখ্যা বেশি ৷ করোনাকে হারিয়ে জয়ী হয়েছে 19 হাজার 151 জন ৷ সুস্থতার হার 87.81 শতাংশ ৷