কলকাতা, 7 মে : রাজ্য়ের করোনার উর্ধ্বমুখী সংক্রমণ দেখে আজই উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যের করোনা পরিস্থিতি সঙ্কটজনক বলে জানিয়েছিলেন তিনি ৷ মুখ্যমন্ত্রীর উদ্বেগকে সত্যি করে রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়াল 19 হাজারের গণ্ডি ৷ গত কয়েকদিনের ট্রেন্ড বজায় রেখে মৃতের সংখ্যাও রইল একশোর উপরে ৷
লকডাউন ঘোষণা না করলেও তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে বসে করোনা নিয়ন্ত্রণে একাধিক নিয়ম চালু করেছেন মমতা বন্দ্য়েপাধ্যায় ৷ বন্ধ হয়ে গিয়েছে লোকাল ট্রেন ৷ 50 শতাংশ চলছে বাস ৷ দোকান-বাজার খোলা নিয়েও বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা ৷ তার মধ্যেই গত 24 ঘণ্টায় রাজ্যে নতুন করে 19 হাজার 216 জন করোনায় আক্রান্ত হলেন ৷ এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 9 লাখ 54 হাজার 282 জন ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা 1 লাখ 24 হাজার 98 জন ৷