পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যের হাতে এল 2.5 লাখ ভ্যাকসিনের ডোজ় - West Bengal receives 2.5 lakh COVID Vaccine doses

শুক্রবার থেকেই কলকাতা পৌরনিগমের কতৃপক্ষ ভ্যাকসিনের জন্য নাম নথিভুক্ত করা শুরু করেছে । আগামিকাল অর্থাৎ শনিবার থেকে আবার কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে 45 ঊর্ধ্বের ভ্যাকসিন দেওয়ার পালা ।

COVID 19 Vaccine
ছবি

By

Published : May 28, 2021, 7:10 PM IST

কলকাতা, 28 মে :দৈনিক সংক্রমণ কমেছে পশ্চিমবঙ্গে। এর মধ্যেই আরও একটু স্বস্তি এনে শুক্রবার রাজ্যে পৌঁছলো 2.5 লাখ ভ্যাকসিনের ডোজ । গতকাল থেকে আজ পর্যন্ত এই রাজ্যে এই নতুন ডোজ ৷ এর মধ্যে রয়েছে 50 হাজার কোভ্যাকসিনের ডোজ় । আর বাকি 2 লাখ ডোজ় কোভিশিল্ড।

রাজ্য স্বাস্থ্য দফতরের কর্মকর্তাদের মাধ্যমে জানা যাচ্ছে, যদিও এই যোগান চাহিদার তুলনায় অনেকটাই অপ্রতুল ৷ তবুও এক যোগান কিছুটা হলেও স্বস্তির খবর । নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ দপ্তরের এক কর্মকর্তা জানান, "আমরা জানি যে গতকাল থেকেই কলকাতা পৌরনিগমের তরফে 45 ঊর্ধ্বের ভ্যাকসিন দেওয়ার কথা ছিল । কিন্তু যোগানের অভাবে সেটা শুরু করা যায়নি । তাই এই নতুন 2.5 লাখ ভ্যাকসিনের ডোজের যোগান অল্প হলেও স্বস্তি এনে দিল ৷"

শুক্রবার থেকেই কলকাতা পৌরনিগমের কতৃপক্ষ ভ্যাকসিনের জন্য নাম নথিভুক্ত করা শুরু করেছে । আগামিকাল অর্থাৎ শনিবার থেকে আবার কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে 45 ঊর্ধ্বের ভ্যাকসিন দেওয়ার পালা ।

ইতিমধ্যে গতকাল মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে অল্প হলেও করোনা সংক্রমণের গ্রাফ নিম্নগামী হতে শুরু করেছে রাজ্যে । একই সঙ্গে তিনি এও জানিয়েছেন অক্সিজেন সঙ্কট এখনও অনেকটাই নিয়ন্ত্রণে । একই সঙ্গে আস্তে আস্তে কাটছে ভ্যাকসিনের আকাল ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details