কলকাতা, 28 মে :দৈনিক সংক্রমণ কমেছে পশ্চিমবঙ্গে। এর মধ্যেই আরও একটু স্বস্তি এনে শুক্রবার রাজ্যে পৌঁছলো 2.5 লাখ ভ্যাকসিনের ডোজ । গতকাল থেকে আজ পর্যন্ত এই রাজ্যে এই নতুন ডোজ ৷ এর মধ্যে রয়েছে 50 হাজার কোভ্যাকসিনের ডোজ় । আর বাকি 2 লাখ ডোজ় কোভিশিল্ড।
রাজ্য স্বাস্থ্য দফতরের কর্মকর্তাদের মাধ্যমে জানা যাচ্ছে, যদিও এই যোগান চাহিদার তুলনায় অনেকটাই অপ্রতুল ৷ তবুও এক যোগান কিছুটা হলেও স্বস্তির খবর । নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ দপ্তরের এক কর্মকর্তা জানান, "আমরা জানি যে গতকাল থেকেই কলকাতা পৌরনিগমের তরফে 45 ঊর্ধ্বের ভ্যাকসিন দেওয়ার কথা ছিল । কিন্তু যোগানের অভাবে সেটা শুরু করা যায়নি । তাই এই নতুন 2.5 লাখ ভ্যাকসিনের ডোজের যোগান অল্প হলেও স্বস্তি এনে দিল ৷"