পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WB Tourism: বিদেশি পর্যটকদের ভিড়ে দেশের মধ্যে তৃতীয় পশ্চিমবঙ্গ

পর্যটন নিয়ে কেন্দ্রীয় সরকার একটি রিপোর্ট প্রকাশ করেছে ৷ তাতে কত সংখ্যক বিদেশি পর্যটক ভারতের বিভিন্ন রাজ্যে এসেছে ৷ সেই নিরিখে পশ্চিমবঙ্গের স্থান তৃতীয় ৷

ETV Bharat
পশ্চিমবঙ্গ পর্যটন

By

Published : Aug 8, 2023, 2:51 PM IST

কলকাতা, 8 অগস্ট: বিদেশি পর্যটকদের কাছে বাংলা অন্যতম আকর্ষণীয় পর্যটনস্থল হয়ে উঠেছে ৷ তার প্রমাণ মিলল কেন্দ্রের প্রকাশিত পরিসংখ্যানে ৷ সম্প্রতি ভারত সরকার 'ইন্ডিয়া: ট্যুরিজিম স্ট্যাটিসটিক্সস অ্যাট এ গ্ল্যান্স' প্রকাশ করেছে ৷ এতে 2022 সালে অন্য দেশ থেকে ভারতে আসা পর্যটকরা ভারতে কোন কোন রাজ্যে গিয়েছেন, সেই তথ্য তুলে ধরা হয়েছে ৷ তাতে দশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ ৷

বাংলার আগে রয়েছে গুজরাত এবং মহারাষ্ট্র ৷ 2019 সালে ভারতে বিদেশি পর্যটকদের সংখ্যার নিরিখে 2019 সালে পঞ্চম স্থান ছিল পশ্চিমবঙ্গ ৷ তবে 2022 সালের পরিসংখ্যান 2019 সালের সাফল্যকে ছাপিয়ে গিয়েছে ৷ বাংলায় পর্যটনে বরাবরই জোর দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তারই ফলাফল উঠে এলে কেন্দ্রের প্রকাশিত তথ্যে ৷

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর শিবপুজোর ধরন নিয়ে সরব বিজেপি, পালটা জবাব তৃণমূলের

বিদেশি পর্যটকদের উপস্থিতির নিরিখে 2022 সালে এক নম্বরে গুজরাত ৷ গত বছর সেখানে 17 লক্ষ 8 হাজার বিদেশি পর্যটক ঘুরতে আসে ৷ দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র ৷ 2022 সালে পশ্চিমের এই রাজ্যটিতে বিদেশি পর্যটক এসেছে 11 লক্ষ 5 হাজার ৷

পর্যটনে দেশের মধ্যে বাংলার স্থান

সামগ্রিকভাবে দেশে যে সংখ্যক বিদেশি পর্যটকের ভিড় হয়েছে, তার 12 শতাংশ এসেছে পশ্চিমবঙ্গে ৷ এই নিয়ে রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এই সাফল্যের পিছনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপরিকল্পিত ভাবনা রয়েছে ৷ তাঁর সুদক্ষ দিশা ও নির্দেশ ছাড়া এই সাফল্য সম্ভব ছিল না ৷"

তিনি আরও জানান, পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে জঙ্গল, পাহাড়, সমুদ্র- তিনটিই আছে ৷ পশ্চিমবঙ্গ সরকার সেগুলিকেই দেশ ও বিদেশে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছে ৷ আর তার টানেই বিদেশি পর্যটকরা বাংলায় আসছে ৷ রাজ্যে এখনও এমন অনেক জায়গা রয়েছে ঠিকঠাক প্রচার পেলে সেই জায়গাগুলি আরও বিদেশি পর্যটক বাংলায় আসতে চাইবে ৷ বাবুল বলেন, "আমরা চেষ্টা করছি, সেগুলিকেই সুগঠিত করে সাধারণ মানুষের কাছে উপহার দিতে ৷ আমার বিশ্বাস আগামী দিনে বাংলা আরও উপরের দিকে উঠবে ৷ আরও বেশি সংখ্যক বিদেশি পর্যটক বাংলায় আসতে আগ্রহী হবে ৷"

আরও পড়ুন: শুরু হচ্ছে রাস্তা সংস্কার, আজ থেকে 5 রাত যানচলাচল বন্ধ থাকবে মা ফ্লাইওভারে

একইভাবে দেশের অন্য রাজ্যগুলি থেকে বাংলায় বহু পর্যটক ঘুরতে আসেন ৷ সেই সংখ্যার নিরিখে বাংলার স্থান 8 নম্বরে ৷ কেন্দ্রের এই রিপোর্টে জানানো হয়েছে, দেশীয় পর্যটকদের নিরিখে সবচেয়ে উপরে রয়েছে উত্তরপ্রদেশ ৷ এছাড়া অন্য ছ'টি রাজ্য- তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, গুজরাত, মহারাষ্ট্র এবং রাজস্থান।

ABOUT THE AUTHOR

...view details