পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যশের ঘূর্ণিতে বিদ্য়ুত বিভ্রাট নিয়ে চিন্তিত ? চালু বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর - west bengal power departments active to stop the problems of electricity during yaas

রাজ্যের দিকে ধেয়ে আসছে যশ ৷ বিদ্যুত বিভ্রাটের সম্ভাবনা কমিয়ে আনতে সিইএসসি ও রাজ্য বিদ্যুত বণ্টন সংস্থা বদ্ধপরিকর ৷

west bengal power departments active to stop the problems of electricity during yaas
west bengal power departments active to stop the problems of electricity during yaas

By

Published : May 25, 2021, 8:21 AM IST

Updated : May 25, 2021, 7:54 PM IST

কলকাতা , 25 মে : ক্রমশ রাজ্যের দিকে ধেয়ে আসছে যশ ৷ তাই বিদ্যুত পরিষেবা মসৃণ রাখতে কোমর বেঁধেছে বিদ্যুত দফতর ৷ সিইএসসি ও রাজ্য বিদ্যুত বণ্টন সংস্থার তরফে জারি করা হয়েছে একাধিক নির্দেশিকা ৷ কী কী আছে সেই নির্দেশিকায়? দেখে নিন এক ঝলকে...

যশ মোকাবিলায় সিইএসসির পদক্ষেপ :

  • সিইএসসি সূত্রে খবর, যশ মোকাবিলায় একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে । শহরবাসীর জন্য চালু করা হয়েছে একটি টোল ফ্রি নম্বর ৷ সেটি হল- 1912 ৷
  • তবে শুধু টোল ফ্রি নম্বরই নয় ৷ শহরবাসীর সুবিধার্থে চালু করা হয়েছে একটি হোয়াটসঅ্যাপ নম্বরও ৷ সেটি হল- 7439001912 । ফলে টোল ফ্রি নম্বর ব্যস্ত এলেও কোনওরকমভাবে পরিষেবাচ্যুত হবেন না গ্রাহক ৷

যশ মোকাবিলায় রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার পদক্ষেপ :

যশ নিয়ে তৎপর রাজ্য বিদ্যুত বণ্টন সংস্থাও ৷ জনসাধারণের উদ্দেশ্যে জারি করেছে একাধিক সতর্কবার্তা ৷ কী কী দেখে নিন :

  • জমা জলে বৈদ্যুতিক তার স্পর্শ করতে নিষেধ করা হয়েছে ৷
  • জলে ডুবে থাকা বৈদ্যুতিক যন্ত্র না চালানোর পরামর্শ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন :সুপ্রিম কোর্টে গৃহীত নারদ মামলা, আজ শুনানি

  • বিদ্যুতের তারের উপর পড়ে থাকা গাছ না কাটার পরামর্শ দেওয়া হয়েছে এলাকাবাসীকে ৷
  • জনসাধারণের হিতে চালু করা হয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরও ৷ যা 24 ঘণ্টার জন্য খোলা থাকছে মানুষের পরিষেবায় ৷ নম্বরটি হল- 8900793503 ৷

বিদ্যুত বিভ্রাটে ধৈর্য না হারিয়ে, বিদ্যুতকর্মীদের উপর ভরসা রাখা সহ একাধিক সতর্কবার্তার উল্লেখ আছে ওই নির্দেশিকায় ৷

রাজ্য বিদ্যুত বণ্টন দফতরের প্রেস বিজ্ঞতি

জটিল পরিস্থিতিতেও মানুষের পাশে সর্বক্ষণ থাকার আশ্বাস দিয়েছে দুই বিদ্যুত পরিষেবা কেন্দ্রই ৷

আমফানের সময় চরম দুর্গতি স্বীকার হয়েছিল কলকাতা সহ বেশ কিছু জেলাকে ৷ সেই দুর্ভোগের পুনরাবৃত্তি যে আর চায় না বিদ্যুত দফতর, তা বলাই বাহুল্য ৷

বিদ্যুত কর্মী

এ বিষয়ে বিদ্যুত মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন,"সিইএসসি ও রাজ্য বিদ্যুত বণ্টন সংস্থার তরফ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে । খোলা হচ্ছে ট্রোল ফ্রী নাম্বার । তাই এবার যদি যশ শহরে আছরে পড়ে আমরা তার থেকে রক্ষা পেতে সব রকম ব্যবস্থা গ্রহণ করছি ৷"

Last Updated : May 25, 2021, 7:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details