কলকাতা, 26 ডিসেম্বর: সময় যত এগোচ্ছে আধুনিক প্রযুক্তি, ইন্টারনেট পরিষেবা, স্মার্ট ফোন, অ্যাপ ইত্যাদির হাত ধরে তত বাড়ছে সাইবার অপরাধের নানা ঘটনা ৷ সামাজিক মাধ্যমে কারও অন্তরঙ্গ মুহূর্তের ছবি বা ভিডিয়ো ছড়িয়ে দিয়ে তাঁকে হেনস্থা করার ঘটনা এই অপরাধগুলির মধ্যে অন্যতম ৷ কোনও মহিলা বা তরুণীকে কালিমালিপ্ত করতে তাঁর একান্ত ব্যক্তিগত মুহূর্তের ছবি সোশ্যাল মিডায়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে, বা ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে এই ঘটনাও নতুন নয় ৷ মাঝে মাঝেই সংবাদ শিরোনামে উঠে আসে এরকম কোনও না কোনও ঘটনা ৷ সোশ্য়াল মিডিয়ায় এরকম হেনস্থা বা সাইবার বুলিং থেকে বাদ যান না ছেলেরাও ৷
এই বিষয়টি নিয়েই এবার সতর্ক থাকার পরামর্শ দিল রাজ্য পুলিশ (Message From WB police) ৷ রবিবার এই নিয়ে এক টুইট বার্তা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে ৷ ভিডিও বার্তায় বলে হয়েছে, "নিজের অন্তরঙ্গ বা নগ্ন ছবি কখনও কারও সঙ্গে শেয়ার করবেন না ৷ আপনার খুব ঘনিষ্ঠ বা কাছের কেউ হলেও তাঁকে এরকম ছবি পাঠাবেন না ৷ কারণ, ভবিষ্যতে সেগুলোই আপনাকে অপদস্ত করতে ব্যবহার হতে পারে ৷ "