কলকাতা, 12 জুন: গতকাল উত্তর 24 পরগনার ঠাকুরনগরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরকে কেন্দ্র করে তৃণমূল বনাম বিজেপির খণ্ডযুদ্ধ বাঁধে। বাদ যাননি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং রাজ্য পুলিশের আধিকারিকরাও। সেই সংঘর্ষের ঘটনায় মোট চারটি মামলা রুজু হয়েছে যার মধ্যে অন্যতম হল রাজ্য পুলিশের তরফ থেকে সুয়োমোটো বা স্বত:প্রণোদিতএকটি মামলা।
জানা গিয়েছে, গতকাল কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের দেহরক্ষী কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গাইঘাটা ধানের অফিসার ইনচার্জ এবং উত্তর 24 পরগনার ঠাকুরনগরের দায়িত্বে থাকার অন্যান্য পুলিশ কর্মীদের মারধর করেছেন ৷ এই অভিযোগ সামনে এনে এবার পুলিশের তরফ থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে একটি স্বত:প্রণোদিত মামলা রুজ করা হয়েছে।
যদিও রাজ্য পুলিশের তরফ থেকে এই বিষয়ে এখনও স্পষ্টভাবে জানানো হয়নি যে, তারা মোট কতজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে মামলা রুজু করেছেন। নাম প্রকাশের অনিচ্ছুক ঠাকুরনগর এলাকার দায়িত্বে থাকা একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া এবং একজন অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার পাশাপাশি মারধর করা-সহ একাধিক মামলায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।