কলকাতা, 1 অগস্ট: অন্য খেলা যখন করোনা ভাইরাসের ধাক্কা সামলে পুরোপুরি গুছিয়ে উঠতে ব্যস্ত তখন কার্যত মসৃন গতিতে উত্থান বাংলার টেবিল টেনিসের । কোভিড বিধিনিষেধের বেড়া অল্প শিথিল হতেই গতবছর থেকেই টেবিল টেনিস ডানা মেলতে শুরু করেছিল। রাজ্য চ্যাম্পিয়নশীপ আয়োজিত হয়েছিল সমারোহে । এবছর কোভিড পরিস্থিতি আরও উন্নত হওয়ায় এরাজ্যের টেবিল টেনিস পুরানো ছন্দে (West Bengal Table Tanis is back on track after COVID) । নতুন মরশুমে তিন হাজার খেলোয়াড় নাম নথিভুক্ত করেছেন । যা গতবছর ছিল অর্ধেক । নেপথ্যে ছিল কোভিড আতঙ্ক ৷
চলতি বছরে সেই বাধা দূর হয়েছে । তার থেকেও বড় কথা রাজ্য টেবিল টেনিসের একাধিক খেলোয়াড় নিয়মিত ভালো খেলছেন ৷ বিদেশেও প্রতিনিধিত্ব করছেন । রাজ্য টেবিল টেনিস সংস্থার যুগ্ম সচিব শর্মি সেনগুপ্ত বলছেন, "গত বছর আমরা এপ্রিল মাসে শুরু করলেও চারটে টুর্নামেন্টের পর কোভিড বিধিনিষেধের কারণেই বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলাম । তারপর রাজ্য চ্যাম্পিয়নশীপ করেছিলাম । আমাদের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাইশটা টুর্নামেন্ট হয়। এত বেশি টুর্নামেন্ট দেশের অন্য কোনও রাজ্যে হয় না। গতবছর বিধিনিষেধের কারণেই হাজার দেড়েক ছেলেমেয়ে নথিভুক্ত হয়েছিল । এবার সেই সংখ্যাটা দ্বিগুন । বারোশো খেলোয়াড় শুধু টুর্নামেন্ট খেলছে । এবারও একের পর এক টুর্নামেন্ট হচ্ছে । বাইশটি টুর্নামেন্ট হবে । নিয়মিত খেলার সুযোগ পেয়ে খেলোয়াড়দের গ্রাফটা এতটাই ওপরে যে তারা জাতীয় পর্যায়ে নিয়মিত পারফরম্যান্স করছে এবং সাফল্য পাচ্ছে । শুধু দেশে কেন, দেশের বাইরেও আন্তর্জাতিক টুর্নামেন্টেও আমাদের ছেলেরা নিয়মিত যাচ্ছে সাফল্য পাচ্ছে ।"