কলকাতা, 30 ডিসেম্বর : পার্শ্বশিক্ষকদের বিক্ষোভে প্রায় 20 মিনিট ধরে অবরুদ্ধ রইল কলেজ স্ট্রিট মোড়। আজ বেলা 12টায় পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের ডাকে কলেজ স্ট্রিটে জমায়েত করেন প্রায় 500 জন পার্শ্বশিক্ষক। শান্তিপূর্ণভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে মানববন্ধন ও পথসভা করার পরিকল্পনা থাকলেও হঠাৎই কলেজ স্ট্রিট মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা । প্রায় 20 মিনিট ধরে চলে সেই অবরোধ। তারপরে অবরোধ তুলে নিয়ে ফের সল্টলেকের অবস্থান মঞ্চে ফিরে যান বিক্ষোভকারীরা।
হাইকোর্টের নির্দেশে সল্টলেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসেছেন রাজ্যের পার্শ্বশিক্ষকরা। বেতন কাঠামো ও স্থায়ীকরণের দাবিতে চলা সেই অবস্থানের আজ 13তম দিন। অবস্থানের পাশাপাশি মাঝে মাঝেই কলকাতায় এসে মানববন্ধন ও পথসভা করার পরিকল্পনা নিয়েছিল পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ। উদ্দেশ্য, নিজেদের দাবি সম্পর্কে রাজ্যবাসীকে জানানো। সেই পরিকল্পনা অনুযায়ী, কয়েকদিন আগেই উল্টোডাঙার হাডকো মোড়ে মানববন্ধন করেন পার্শ্বশিক্ষকরা। আজ শিক্ষামন্ত্রীর বাড়ির কাছাকাছি নাকতলায় মানববন্ধন করতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু, অনুমতি না মেলায় শেষ পর্যন্ত কলেজ স্ট্রিটে এই কর্মসূচি গ্রহণ করা হয়। কিন্তু, শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও সভা করার ডাক দেওয়া হলেও এদিন প্রায় 20 মিনিট কলেজ স্ট্রিট ও মহাত্মা গান্ধি রোডের সংযোগস্থান অবরোধ করে বিক্ষোভ দেখান পার্শ্বশিক্ষকরা।